E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৫৯ বর্ষ ৩৩ সংখ্যা / ১ এপ্রিল, ২০২২ / ১৭ চৈত্র, ১৪২৮

দেশব্যাপী সফল ধর্মঘটে অভিনন্দন পলিট ব্যুরোর


নিজস্ব প্রতিনিধিঃ আটচল্লিশ ঘণ্টার সফল ধর্মঘটের জন্য শ্রমিক শ্রেণিকে অভিনন্দন জানালো সিপিআই(এম) পলিট ব্যুরো। ২৯ মার্চ এক বিবৃতিতে পলিট ব্যুরো বলেছে, ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং বিভিন্ন ক্ষেত্রের ফেডারেশনের ডাকা ২৮-২৯ মার্চের ধর্মঘটে লক্ষ লক্ষ শ্রমজীবী সাড়া দিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, ধর্মঘটের প্রভাবে কেরালা সম্পূর্ণ স্তব্ধ হয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গ, তামিলনাডু, হরিয়ানা, তেলেঙ্গানা, কর্ণাটক, আসাম এবং ত্রিপুরার গুরুত্বপূর্ণ শিল্প ক্ষেত্রে বিপুল প্রভাব পড়েছে। বিমা এবং ব্যাঙ্ক পরিষেবায় ধর্মঘটের প্রভাব সর্বাত্মক। পরিবহণ, বিদ্যুতের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রের বিপুল সংখ্যক শ্রমিক, রাজ্য ও কেন্দ্রীয় সরকারি কর্মচারী, প্রকল্প কর্মীরাও বড়ো সংখ্যায় যোগ দিয়েছেন ধর্মঘটে।

পলিট ব্যুরো বলেছে, নগদীকরণের নামে জাতীয় সম্পদ বিক্রি করে দেওয়া, রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের বেসরকারিকরণ, চার শ্রম কোড এবং মূল্যবৃদ্ধি নিয়ে মানুষের ক্ষোভের প্রতিফলনই হয়েছে ধর্মঘটের সাফল্যে। ধর্মঘটকে সক্রিয়ভাবে সমর্থন জানিয়েছিল বিভিন্ন কৃষক সংগঠন, সংযুক্ত কিষান মোর্চা এবং খেতমজুর সংগঠনগুলি।

ধর্মঘটীদের বিরুদ্ধে বেশ কিছু রাজ্যে পুলিশের দমনপীড়নের নিন্দা করেছে পলিট ব্যুরো। বিবৃতিতে পলিট ব্যুরো বলেছে, সরকার শ্রমিকদের নিপীড়ন না করে দাবিগুলির প্রতি মনোযোগ দিক। শ্রমিক শ্রেণি বিরোধী নীতি অনুসরণ করা বন্ধ করুক সরকার, এই ধর্মঘট সেই হুঁশিয়ারি দিয়েছে, বলেছে পলিট ব্যুরো।