E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

১৮ অক্টোবরঃ গুজরাটের ভদোদরায় আহমেদাবাদ-মুম্বাই ন্যাশনাল হাইওয়েতে বাস এবং ট্রেলারের মুখোমুখি সংঘর্ষে মৃত ছয় জন। আহত অন্তত ১৫।

১৯ অক্টোবরঃ জম্মু-কাশ্মীরের সোপিয়ানে জঙ্গিদের ছোঁড়া গুলিতে নিহত উত্তরপ্রদেশ থেকে আসা ২ পরিযায়ী শ্রমিক। পুলিশের বক্তব্য এই হামলার পেছনে রয়েছে লস্কর ই তৈবা।

২০ অক্টোবরঃ রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ভারতের বহুত্ববাদী ধারণা বজায় রাখার পক্ষে সওয়াল করে কড়া বার্তা দিলেন নয়া দিল্লিকে। দিল্লিতে তিনি বলেছেন বৈচিত্র্য হলো সমৃদ্ধি যা ভারতকে মজবুততর করেছে। অধিকার এবং স্বাধীনতার দাবিতে আন্দোলনরত সাংবাদিক সমাজকর্মী ছাত্র এবং শিক্ষাবিদদের সমর্থনে দৃঢ় ব্যবস্থা নিতে হবে। মানবাধিকার রক্ষা এবং বহুত্ববাদের পক্ষে দাঁড়াতে হবে।

২১ অক্টোবরঃ অনির্দিষ্টকালের জন্য কোনো সন্দেহভাজনকে কারারুদ্ধ করে রাখার বিল রুখে দিল শ্রীলংকার সুপ্রিম কোর্ট। প্রেসিডেন্ট রনিল বিক্রম সিংঘের আনা এই বিলে দু'বছর পর্যন্ত কারারুদ্ধ করে রাখার সংস্থান নিয়ে ইতিমধ্যেই দ্বীপ রাষ্ট্রে তীব্র মতবিরোধ তৈরি হয়েছে।

২২ অক্টোবরঃ সুপ্রিম কোর্টের বিচারপতি কে এম জোসেফ এবং ঋষিকেশ রায়’র বেঞ্চ এক নির্দেশে বলেছে, ঘৃণা ভাষণের বিরুদ্ধে অবিলম্বে সুয়োমোটো মামলা চালু করতে হবে। সংশ্লিষ্ট আধিকারিক এক্ষেত্রে কোনো রকম দ্বিধা করলে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে।

২৩ অক্টোবরঃ শেষ হলো চীনের কমিউনিস্ট পার্টির কুড়ি তম পার্টি কংগ্রেস। তৃতীয়বারের জন্য পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শি জিনপিং।

২৪ অক্টোবরঃ ব্রাজিলের রাষ্ট্রপতি বোলসোনারো নির্বাচনে পিছিয়ে পড়ার প্রেক্ষিতে বলেছেন, তিনি হার মেনে নেবেন যদি নির্বাচন প্রক্রিয়ায় অস্বাভাবিক কিছু না ঘটে।