E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৫৮ বর্ষ ২০শ সংখ্যা / ১ জানুয়ারি ২০২১ / ১৬ পৌষ ১৪২৭

কেরালায় পৌরসভা ও পঞ্চায়েতে দায়িত্বশীল প্রশাসনিক পদে এলডিএফ’র কমবয়সী জয়ী প্রার্থীরা


আরিয়া রাজেন্দ্রন

নিজস্ব সংবাদদাতাঃ বিপুল জয়ের পর কেরালার পৌরসভা এবং পঞ্চায়েতে বাম গণতান্ত্রিক ফ্রন্টের জয়ী প্রার্থীরা সংবাদ শিরোনামে। ২০২০ সালের পৌরসভা ও পঞ্চায়েত ভোটে অধিকাংশ আসনে বাম গণতান্ত্রিক ফ্রন্ট অল্পবয়সীদের প্রার্থী করেছিল প্রচুর সংখ্যায়। জয়ী হবার পর এখন আরও বৃহত্তর দায়িত্ব দেওয়া হচ্ছে তাঁদের। কর্পোরেশনের মেয়র থেকে গ্রাম পঞ্চায়েতের প্রধানের পদ স্তর পর্যন্ত কমবয়সী প্রার্থীদের কেরালায় প্রশাসনিক দায়িত্ব দেওয়ার খবর এই মূহুর্তে জাতীয়স্তর পেরিয়ে দৃষ্টি আকর্ষণ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমেরও।

বিপুল ভোটে জেতার পর এই তরুণ এবং তরুণীদের মেয়রসহ নানা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়ার বিষয়টি কেরালা জুড়ে উৎসাহের সৃষ্টি করেছে। এই প্রেক্ষিতে গণসংগঠন বালসঙ্ঘমের ২১ বছর বয়সী সভানেত্রী আরিয়া রাজেন্দ্রন-কে এলডিএফ’র পক্ষ থেকে তিরুবনন্তপুরম কর্পোরেশনের মেয়র পদের দায়িত্ব দেওয়া হয়েছে। মেয়র পদটি এবার মহিলাদের জন্য সংরক্ষিত ছিল। ২৮ ডিসেম্বর মেয়র পদে তিনি শপথ নিয়েছেন। এসএফআই রাজ্য কমিটির সদস্য আরিয়া রাজেন্দ্রন বর্তমানে তিরুবনন্তপুরমেরই একটি কলেজের স্নাতক স্তরের ছাত্রী। সাধারণ পরিবারের মেয়ে আরিয়া রাজেন্দ্রন তিরুবনন্তপুরমের ইতিহাসে সবচেয়ে কম বয়সী মেয়র হিসেবে শপথ নিয়েছেন। দেশের মধ্যেও এমন নজির বিরল। তাঁর বাবা ইলেকট্রিশিয়ান, মা একজন এলআইসি এজেন্ট। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, একটি ঐতিহ্যশালী শহর হিসেবে তিরুবনন্তপুরম ইতিমধ্যেই পরিচিত। তিনি শহরের বর্জ্য নিষ্কাশনের বিষয়ে জোর দেবেন। সকলের জন্য চিকিৎসা ব্যবস্থা, বিশেষত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিষেবার ক্ষেত্রে জোর দেওয়া হবে এবং তা সুনিশ্চিত করা হবে।

তবে কেরালায় শুধু আরিয়াই নন, একাধিক তরুণ-তরুণী গ্রাম পঞ্চায়েত প্রধান হতে চলেছেন। যেমন পাথানামিত্থা জেলার আরভাপুলম গ্রাম পঞ্চায়েতের সভানেত্রী হচ্ছেন একুশ বছর বয়সী রেশমা মারিয়ম রায়। এসএফআই’র জেলা সম্পাদকমণ্ডলীর সদস্যা রেশমা ডিওয়াইএফআই’রও জেলা কমিটির সদস্যা।

কেরালার আরেক শহর কোঝিকোডের শহরতলিতে সিপিআই(এম)-র শক্ত ঘাঁটি ওলাভান্নায় গ্রাম পঞ্চায়েতের সভানেত্রী হচ্ছেন ২২ বছরের আইনের ছাত্রী, শারুথি। এসএফআই নেত্রী শারুথি নজর টেনেছিলেন তাঁর এলাকায় এক রেশন দোকানের মালিক করোনায় আক্রান্ত হবার পরে নিজেই সেই দোকান নিয়মিত চালিয়ে। রাজ্য সরকারের দেওয়া খাদ্যশস্য বণ্টনের কাজ তিনি বন্ধ হতে দেননি একদিনের জন্যও।

ওয়াইনাডের পোজুথানা গ্রাম পঞ্চায়েতে আদিবাসী মহিলাদের জন্য সংরক্ষিত আসনে জিতেছেন স্টেফি সুনীল। ২৭ ডিসেম্বর এই পঞ্চায়েতের সভানেত্রী নির্বাচিত হয়েছেন ২২ বছরের এই এসএফআই নেত্রী।

আনসিয়া

কোল্লাম জেলার ইত্তিভা গ্রাম পঞ্চায়েতের সভানেত্রী হয়েছেন ২২ বছরের অমৃতা। কোচি কর্পোরেশনের ডেপুটি মেয়র পদে শপথ নিয়েছেন সিপিআই’র আনসিয়া, তাঁর বয়সও ২২।

কেরালার স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থাসমূহের নির্বাচনের চূড়ান্ত ফল

কেরালার স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থাসমূহের নির্বাচনে সিপিআই (এম) নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক ফ্রন্ট (এলডিএফ) বিপুলভাবে জয়ী হয়েছে। এই স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থাসমূহের মধ্যে রয়েছে ত্রিস্তর পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশন। ২০১৫ সালের নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনে মিউনিসিপ্যালিটি বাদে প্রতিটি ক্ষেত্রে এলডিএফ’র আসন এবং জয়ী সংস্থার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পেয়েছে ভোটের শতকরা হারও। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ’র মিউনিসিপ্যালিটি বাদে সমস্ত ক্ষেত্রে ফল খারাপ হয়েছে। কমেছে ভোটও। এই নির্বাচনে বিজেপি’র ভোট প্রায় এক থাকলেও, সামগ্রিক ফল হয়েছে খুবই হতাশাব্যঞ্জক। নিচে ২০২০-র নির্বাচনী ফলের চূড়ান্ত চিত্র দেওয়া হলো। সারণিতে ২০১৫ নির্বাচনের ফলের সঙ্গে তুলনামূলক চিত্রও তুলে ধরা হয়েছে।