E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৫৮ বর্ষ ২০শ সংখ্যা / ১ জানুয়ারি ২০২১ / ১৬ পৌষ ১৪২৭

প্রয়াত কমরেড অপরাজিতা গোপ্পী


সারা ভারত ফরওয়ার্ড ব্লকের নেত্রী ও প্রাক্তন বিধায়ক কমরেড অপরাজিতা গোপ্পীর জীবনাবসান হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে তিনি চন্দননগরের একটি নার্সিংহোমে চিকিৎসাধীন ছিলেন, ২৮ ডিসেম্বর, সোমবার সকালে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। কমরেড অপরাজিতা গোপ্পীর জীবনাবসানে গভীর শোকপ্রকাশ করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিআই(এম) রাজ্য সম্পাদক সূর্য মিশ্র, ফরওয়ার্ড ব্লকের বাংলা কমিটির সাধারণ সম্পাদক নরেন চট্টোপাধ্যায়, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সভানেত্রী অঞ্জু কর এবং রাজ্য সম্পাদিকা কনীনিকা ঘোষ সহ বামপন্থী আন্দোলনের নেতৃবৃন্দ।

কমরেড গোপ্পী কোচবিহার মহকুমায় ১৯৩১ সালে জন্মগ্রহণ করেন। তাঁর রাজনৈতিক জীবনের দীর্ঘসময় অতিবাহিত হয়েছে কোচবিহার জেলাকে কেন্দ্র করে। তিনি কোচবিহার জেলায় খাদ্য আন্দোলনে প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়েছিলেন এবং এই লড়াই সংগ্রামে যুক্ত থাকার দরুন দীর্ঘদিন তাঁকে কারাবন্দি থাকতে হয়েছিল। তিনি কোচবিহার জেলার ছাত্র আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। কোচবিহার জেলায় ভয়ঙ্কর বন্যার সময় ত্রাণের কাজে মানুষকে সংগঠিত করেছিলেন। গরিব ও দুঃস্থ মহিলাদের আর্থিক সহায়তার জন্য রাজ্য ও জেলাস্তরে সমবায় ব্যাঙ্ক গঠন করেন। এছাড়াও নারীমুক্তি আন্দোলন ও বিভিন্ন গণআন্দোলনের সাথে যুক্ত ছিলেন। সারা ভারত অগ্রগামী মহিলা সমিতির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ১৯৭৭ সাল থেকে ৩বার কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট বিধায়ক হিসাবে জয়লাভ করেছিলেন। পুরুলিয়ার বাঘমুণ্ডিতেও রাজনৈতিক সংগঠন গড়ে তোলায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। কমরেড গোপ্পী সারা ভারত ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদকমণ্ডলীর ও কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর মতাদর্শে উদ্বুদ্ধ থেকে রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব পালনের পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতিতেও তিনি অবদান রেখেছেন। বেশ কয়েকটি কাব্যগ্রন্থ তিনি রচনা করে গিয়েছেন।

এদিন তাঁর মরদেহে ফরওয়ার্ড ব্লকের পতাকা অর্পণ করে শেষ শ্রদ্ধা জানান নরেন চট্টোপাধ্যায়। এছাড়াও মরদেহে মাল্যদান করেন ফরওয়ার্ড ব্লক, সিপিআই(এম), টিইউসিসি’র নেতৃবৃন্দ। কমরেড অপরাজিতা গোপ্পীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন কোচবিহারের বামপন্থী আন্দোলনের নেতৃবৃন্দও। শোকপ্রকাশ করেন কোচবিহার জেলা বামফ্রন্টের আহ্বায়ক অনন্ত রায়, সিপিআই(এম) নেতা তারিণী রায়, ফরওয়ার্ড ব্লক নেতা দীপক সরকার, অক্ষয় ঠাকুর, বিধায়ক নগেন্দ্রনাথ রায় প্রমুখ।