E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৫৯ বর্ষ ৮ সংখ্যা / ১ অক্টোবর, ২০২১ / ১৪ আশ্বিন, ১৪২৮

অরণ্য অধিকার আইন কার্যকর করার দাবিতে কৃষকদের কনভেনশন তেলেঙ্গানায়


নিজস্ব সংবাদদাতাঃ তেলেঙ্গানার উপজাতীয় কৃষকরা আগামী ৫ অক্টোবর ‘রাস্তা রোকো’র ডাক দিলেন। উপজাতীয় (পোদু) কৃষক বিক্ষোভ কমিটির ডাকে অরণ্য আইন এবং পঞ্চায়েত আইন কার্যকর করার দাবিতে এক সর্বদলীয় কনভেনশন থেকে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। হায়দরাবাদের সুন্দরাইয়া বিজ্ঞান কেন্দ্রে এই কনভেনশন অনুষ্ঠিত হয় ১৩ সেপ্টেম্বর। এই কনভেনশনে সভাপতিত্ব করেন টিজেএস চেয়ারম্যান কোদান্দ্রারাম। রাজ্যের সবক’টি বামপন্থী দল সহ কংগ্রেস, তেলেঙ্গানা জনসমিতি, তেলেগুদেশম, এবং বিভিন্ন উপজাতীয় গণসংগঠন এই কনভেনশনে যোগ দেয়।

অংশগ্রহণকারী সমস্ত রাজনৈতিক দল এবং গণসংগঠন কনভেনশন থেকে দাবি জানায় বনাঞ্চল অধিকার আইনে সমস্ত গিরিজন কৃষকদের বনের জমিতে চাষ করবার জন্য পরিচয়পত্র এবং নথি দিতে হবে, চাষের জমি ধ্বংস করা অবিলম্বে বন্ধ করতে হবে এবং ‘হরিতা হারামে’র নামে গিরিজনদের উপর অত্যাচার, মিথ্যা মামলা দেওয়া বন্ধ করতে হবে সরকারকে। তাঁদের বনাঞ্চল থেকে উচ্ছেদ করা চলবে না বলেও কনভেনশন থেকে হুঁশিয়ারি দেওয়া হয়। বনজ সম্পদ এবং খনিজ কর্পোরেটদের হাতে তুলে দেবার চক্রান্ত রুখে দেওয়া হবে। কনভেনশন থেকে উপজাতিভুক্ত কৃষকদের সমস্যা সংক্রান্ত দাবি সনদ তেলেঙ্গানার রাজ্যপাল সাংসদ এবং বিধায়কদের দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

এই কনভেনশন থেকে সিদ্ধান্ত করা হয় কমিটির পক্ষ থেকে জেলাস্তরে কনভেনশন সংগঠিত করা হবে। আদিবাসী উপজাতি ও অউপজাতি সহ সমস্ত অংশের মানুষ, মহিলা এবং শিশুদের নিয়ে একত্রে ব্যাপকভাবে সংগঠিত হয়ে রাজ্যের এই টিআরএস সরকারকে চ্যালেঞ্জ জানালে তবেই দাবি আদায় ও প্রার্থিত পরিবর্তন নিয়ে আসা সম্ভব হবে।

কনভেনশনে সিপিআই(এম) রাজ্য সম্পাদক টি বীরভদ্র প্রশ্ন তুলেছেন, কেন রাজ্য সরকার কর্পোরেটদের খনিজ সহ অন্যান্য সম্পদের সমীক্ষা করার অনুমতি দিয়েছে তেলেঙ্গানাতে। তিনি জমি, বন এবং আদিবাসী অংশের মানুষকে রক্ষা করার ডাক দিয়ে বলেন, যতদিন না সমস্ত অংশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবে ততদিন পর্যন্ত সরকারের মনোভাবের পরিবর্তন আনা সম্ভব নয়।

সিপিআই রাজ্য সহ-সম্পাদক কে শম্বাশিবা রাও দাবি করেছেন মুখ্যমন্ত্রীকে অবিলম্বে উপজাতীয় কৃষকদের সমস্যার সমাধান করতে হবে। তিনি সুপ্রিম কোর্টের উপজাতি অংশের মানুষের উচ্ছেদ সংক্রান্ত রায় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এটা সাংবিধানিক সংস্থানের বিরোধী।

কংগ্রেসের বিধায়ক শীথাক্কা বলেছেন, একমাত্র ঐক্যবদ্ধ সংগ্রামই পারে উপজাতীয়দের অধিকার দিতে। শুধুমাত্র এই কৃষকদেরই বনভূমিতে চাষ করার অধিকার দিতে হবে, কৃষকের জন্য জমি নয় জমি কৃষকেরই। তিনি উল্লেখ করেছেন বনের সরকারি আধিকারিকরা আদিবাসী অংশের মানুষকে নানাভাবে সমস্যায় ফেলেন। একমাত্র ঐক্যবদ্ধ আন্দোলন এই অংশের মানুষকে আত্মবিশ্বাস দিতে সক্ষম।

টিজেএস’র পক্ষ থেকে কোদান্দ্রারাম রাস্তা রোকো কর্মসূচি সফল করার ডাক দেন।

কনভেনশনে বিভিন্ন বক্তারা বলেন সংবিধান সংশোধন করা হয়েছে বনজ সম্পদ কর্পোরেটদের হাতে তুলে দেবার জন্য। এই রাজ্যে ১২.৭ লক্ষ্য একর বন রয়েছে, সংরক্ষিত বনাঞ্চল রয়েছে যেখানে চাষ করা হয়। উপজাতীয় চাষিদের অবশ্যই চাষের অধিকার দিতে হবে।

কনভেনশনে বক্তব্য রাখেন সিপিআই(এম)’র প্রাক্তন বিধায়ক জুলাকান্তি রঙ্গারেড্ডি, আদিবাসী অধিকার রাষ্ট্রীয় মঞ্চের প্রাক্তন সভাপতি মিডিয়াম বাবুরাও প্রমুখ।