E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৫৯ বর্ষ ৮ সংখ্যা / ১ অক্টোবর, ২০২১ / ১৪ আশ্বিন, ১৪২৮

কেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবিতে কৃষক কনভেনশন ঝাড়খণ্ডে


নিজস্ব সংবাদদাতাঃ কেন্দ্রের কৃষি আইন বাতিল সহ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য সংক্রান্ত আইন প্রণয়নের ডাক দিয়ে ১২ সেপ্টেম্বর ঝাড়খণ্ডে কৃষক এবং কৃষিশ্রমিকদের কনভেনশন অনুষ্ঠিত হয়। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে আয়োজিত এই কনভেনশনে রাজ্যের সমস্ত কৃষক সংগঠন ঐক্যবদ্ধভাবে দিল্লিতে কৃষক আন্দোলনকে আরও মজবুত করার আহ্বান জানিয়ে এক বছর ধরে চলা ওই আন্দোলনের প্রতি সংহতি জানায়। কনভেনশন থেকে রাজ্য সরকারকে বিধানসভায় কেন্দ্রের কালা কৃষি আইনসমূহ বাতিলের প্রস্তাব নেওয়ার দাবি জানানো হয়।

রাষ্ট্রীয় সংযুক্ত কিষান মোর্চার অন্যতম নেতা সারা ভারত কৃষক সভার জাতীয় কোষাধ্যক্ষ কৃষ্ণ প্রসাদ কনভেনশনের মুখ্য বক্তা হিসেবে বলেন, উপজাতিদের কৃষিকাজকে সুরক্ষা দিতে হবে, কৃষিতে আধুনিকীকরণের জন্য সমবায়ের মাধ্যমে কৃষিকাজ করতে হবে, শস্যনির্ভর শিল্প গড়ে তোলার বিষয়টিকে জোরের সঙ্গে তুলে ধরতে হবে।

তিনি বলেন, হেমন্ত সরেনের সরকারকে বিধানসভায় অবিলম্বে তিনটি কৃষি আইনের বিরুদ্ধে প্রস্তাব পাস করাতে হবে। যদি না মোদী সরকার এই আইনগুলিকে বাতিল করে তাহলে ২০২৪ সালের পরেও কৃষক আন্দোলন চলবে। চাষ করা এখন অলাভজনক। এখন একজন কৃষককে পরিযায়ী শ্রমিক হতে বাধ্য করা হচ্ছে। ঝাড়খণ্ড সরকারকে পরিবর্ত চাষের স্কিম চালু করার উদ্যোগ নিতে দাবি জানিয়ে কৃষ্ণ প্রসাদ বলেন, ৯ মাস ধরে চলতে থাকা কৃষক আন্দোলন এখন এক ঐতিহাসিক রূপ ধারণ করেছে।

সারা ভারত কিষান মহাসভার সাধারণ সম্পাদক রাজারাম সিং বলেন, যদি কৃষি আইন বাতিল না হয় তাহলে কৃষকরা মোদী সরকারকেই বাতিল করে দেবে।

প্রাক্তন সাংসদ ভুবনেশ্বর মেহেতা বলেন, যতদিন না কৃষি আইনগুলিকে ছুঁড়ে ফেলা হচ্ছে কৃষকদের আন্দোলন চলবে ততদিন।