৫৯ বর্ষ ৮ সংখ্যা / ১ অক্টোবর, ২০২১ / ১৪ আশ্বিন, ১৪২৮
বোলপুরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০২তম জন্মদিন পালন
অমিতাভ সেনগুপ্ত
গত ২৬ সেপ্টেম্বর, ২০২১ বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতি বীরভূম জেলার অন্তর্গত বোলপুর অঞ্চল কমিটি এক অভিনব উপায়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর- এর ২০২ তম জন্মদিবস পালন করে । ওই দিন বোলপুর শহর সংলগ্ন বাগানপাড়া নামের একটি আদিবাসী পাড়ায়, সেখানকার প্রায় ৭০ জন খুদে পড়ুয়াকে নিয়ে এই জন্মদিবস পালন করা হয়। অনুষ্ঠানে বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করা হয় এবং বিদ্যাসাগর কেন প্রাতঃস্মরণীয় তা আলোচনা করেন সমিতির পক্ষে অমিতাভ সেনগুপ্ত ও শিক্ষক সুদেব থান্ডার। এরপর প্রথম থেকে তৃতীয় শ্রেণি ও চতুর্থ শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণির ছাত্র-ছাত্রীদের মধ্যে বিদ্যাসাগরের জীবনের উপর ভিত্তি করে ‘বসে আঁকো’ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এছাড়া ওইদিন দুপুরে বোলপুরের মিলন তীর্থ অনুষ্ঠান ভবনে বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতি, বীরভুম জেলা কমিটি ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বিশত জন্মবর্ষ পালন কমিটি, বীরভূম জেলার উদ্যোগে একটি মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় শিক্ষায়তনের খুদেরা কৃষ্ণা সেনগুপ্তের পরিচালনায় সঙ্গীত ও শ্রুতিনাটক পরিবেশন করে, স্বরচিত কবিতা শোনান কবি প্রদীপ ভট্টাচার্য ও মধুমিতা পাল। বিদ্যাসাগরের নানান দিক নিয়ে মনোগ্রাহী আলোচনায় সভাকে প্রাণবন্ত করে তোলেন অধ্যাপিকা অনিন্দিতা বন্দ্যোপাধ্যায় ও অধ্যাপক আশিস চক্রবর্তী। বিদ্যাসাগরকে নিয়ে লেখক বিষ্ণু মুখোপাধ্যায় ও নিতাই ঘোষের লেখা দুটি বই প্রকাশিত হয় এই মঞ্চ থেকে। তারপর প্রতিযোগিতায় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।