E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৫৯ বর্ষ ৮ সংখ্যা / ১ অক্টোবর, ২০২১ / ১৪ আশ্বিন, ১৪২৮

আগরতলায় কমরেড গৌতম দাশের স্মরণসভা


নিজস্ব সংবাদদাতাঃ সিপিআই(এম) ত্রিপুরা রাজ্য কমিটির প্রয়াত সম্পাদক কমরেড গৌতম দাশের স্মরণসভা আঠাশে সেপ্টেম্বর আগরতলার রবীন্দ্রভবনে হয়েছে। স্মরণসভায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, পার্টির রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরিসহ বামফ্রন্টের শরিকদলের নেতৃবৃন্দ কমরেড গৌতম দাশের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণ করেন। সভার শুরুতে কমরেড গৌতম দাশের প্রতিকৃতিতে ফুল-মালা দিয়ে শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ। শ্রদ্ধা জানান গৌতম দাশের স্ত্রী তপতী সেন। সভায় সভাপতিত্ব করেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য অঘোর দেববর্মা। প্রসঙ্গত, গত ১৬ সেপ্টেম্বর কলকাতার এক বেসরকারি হাসপাতালে কমরেড গৌতম দাশের জীবনাবসান ঘটে।

স্মৃতিচারণ করতে গিয়ে মানিক সরকার বলেন, কমরেড গৌতম দাশের রাজনৈতিক জীবন পঞ্চাশ-বাহান্ন বছরের। জীবনের এই বৃহত্তম অংশই তিনি জনকল্যাণে নিয়োজিত করেছিলেন। তাঁর মৃত্যু সিপিআই(এম) এবং ত্রিপুরার বামপন্থী ও গণতান্ত্রিক আন্দোলনের বড়ো ক্ষতি। তিনি বলেন, বিজেপি যতই ফ্যাসিস্তসুলভ আচরণ করুক না কেন তাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। মানুষ তাদের ওপর আস্থা হারাচ্ছেন। এটা আমাদের উপলব্ধি করতে হবে। বাধা ভেঙে বৃত্তের বাইরের মানুষের কাছে পৌঁছতে হবে।

সিপিআই(এম) রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরি বলেন, কমরেড গৌতম দাশ এমন সময়ে চলে গেলেন যখন আমাদের দেশের রাজনীতি চরম বিপর্যয়ের মুখে। সাম্প্রদায়িক ও করপোরেটের পদলেহনকারী একটা দল রাষ্ট্রের ক্ষমতায়। এরাই গত বিয়াল্লিশ মাস ধরে ত্রিপুরায় স্বৈরশাসন, আধা-ফ্যাসিস্ত রাজত্ব কায়েম করেছে। আমাদের পার্টিসহ রাজ্যের আটত্রিশ লক্ষ মানুষ এক ভয়ঙ্কর আক্রমণের মুখে। এই কঠিন সময়ে কমরেড গৌতম দাশের মৃত্যু এক বিরাট শূন্যতা।

স্মরণসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমরেড গৌতম দাশের কন্যা স্বাগতা দাশ, সিপিআই নেতা যুধিষ্ঠির দাস, আরএসপি নেতা দীপক দেব, সারা ভারত ফরওয়ার্ড ব্লক নেতা জয়ন্ত দত্ত, পার্টির রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য মানিক দে এবং রাজ্য কমিটির সদস্য ঝরনা দাস।