৫৮ বর্ষ ৩৩ সংখ্যা / ২ এপ্রিল, ২০২১ / ১৯ চৈত্র, ১৪২৭
নিজেদের অধিকার রক্ষার লড়াইয়ে বারুইপুরের মানুষ সংযুক্ত মোর্চার প্রার্থীদেরই পাশে থাকতে চাইছেন
সৌম্যদীপ রাহা
বারুইপুর পশ্চিম ও পূর্ব বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার প্রার্থীদের সমর্থনে প্রচার সভা।
বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআই(এম) প্রার্থী কমরেড লাহেক আলি ও বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআই(এম) প্রার্থী কমরেড স্বপন নস্কর-এর সমর্থনে বারুইপুর নিউ ইন্ডিয়ান মাঠে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। উক্ত জনসভায় সভাপতিত্ব করেন সিপিআই(এম) দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড অলোক ভট্টাচার্য। তাঁর বক্তব্যে উঠে আসে রাজ্যেনর শাসকদল ও কেন্দ্রের শাসকদলের জনজীবনের উপর নামিয়ে আনা পরিকল্পিত আক্রমণের কথা। আর এই আক্রমণের হাত থেকে রাজ্যেজর মানুষকে বাঁচাতে পারে একমাত্র সংযুক্ত মোর্চার সরকার। সেকথাও তিনি বলেন। এছাড়া এই জনসভায় বক্তব্য রাখেন গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব কমরেড বিকাশরঞ্জন ভট্টাচার্য, কমরেড রাহুল ঘোষ, ফরওয়ার্ড ব্লকের নেতৃত্ব রমেশ শাসমল, জাতীয় কংগ্রেসের নেতৃত্ব সৌম্য্ আইচ এবং সবশেষে আইএসএফ-এর পক্ষ থেকে পীরজাদা আব্বাস সিদ্দিকী। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন প্রবীণ সিপিআই(এম) নেতা কমরেড হেমেন মজুমদার, কমরেড বিমল মিস্ত্রীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মানুষের স্বতঃস্ফূর্ততা ও উৎসাহ উদ্দীপনা জনসভায় প্রাণ সঞ্চার করেছিল। পীরজাদা আব্বাস সিদ্দিকী তাঁর বক্তব্যে বলেন, সংযুক্ত মোর্চা সরকারে এলে কি করবে। শিল্প, কর্মসংস্থান, বন্ধ কারখানা খোলা, সর্বোপরি বেকার সমস্যার সমাধান, এনআরসি-কে রোধ, প্রত্যেপকের পেটে ভাত, প্রত্যোকের হাতে কাজ। বারুইপুর কেন্দ্রের সংযুক্ত মোর্চার প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার জন্য আহ্বান জানান তিনি। গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব কমরেড রাহুল ঘোষ সংযুক্ত মোর্চা গঠনের উদ্দেশ্য ব্যাখ্যা করেন। এছাড়া কেন্দ্রীয় লাভজনক সংস্থাগুলোকে বিক্রি করে দেশের অর্থনৈতিক অবক্ষয়ের কথা তুলে ধরেন তিনি। ফরওয়ার্ড ব্লকের রমেশ শাসমল ও জাতীয় কংগ্রেসের সৌম্য আইচ তাঁদের বক্তব্যে, স্বেচ্ছাচারিতা ও অন্যায়ের প্রতিবাদে সংযুক্ত মোর্চার সরকার গঠনের জন্য বারুইপুর পশ্চিমে কমরেড লাহেক আলি ও বারুইপুর পূর্বে কমরেড স্বপন নস্করকে জয়ী করার জন্য আহ্বান জানান। বক্তাদের কাছ থেকে বুথে বুথে শাসকশ্রেণির অন্যায় - অত্যাসচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার শপথ নিয়ে জনসভা থেকে বাড়ি ফেরেন উপস্থিত জনতা।
আট দফায় অনুষ্ঠিত সপ্তদশ বিধানসভা নির্বাচনের তৃতীয় দফার মধ্যে বারুইপুর পূর্ব ও পশ্চিম। বারুইপুরে জনজীবনের আশু সমস্যাগুলোর সাথে রাজ্যে্র গত দশ বছরের সমস্যার কথা উঠে আসছে বুথে বুথে অনুষ্ঠিত নির্বাচনী প্রচার অভিযানে। প্রত্যান্ত অঞ্চলগুলিতে পঞ্চায়েত দুর্নীতি, রাস্তার সমস্যা, যানজটের সমস্যা, পানীয় জলের সমস্যা, স্বাস্থ্য ব্যতবস্থার বেহাল দশা, এসবে নাজেহাল গোটা বারুইপুরের মানুষ। এর সাথে রয়েছে জীবন-জীবিকার সমস্যা। লাগাতার মূল্য্বৃদ্ধি, যার ফলে অতিষ্ঠ হয়ে উঠেছে গোটা এলাকার মানুষ। ইতিমধ্যে বারুইপুরে অনুষ্ঠিত প্রায় ২৬টা পথসভায় বক্তাদের মুখে উঠে এসেছে এই যন্ত্রণার কথা।
প্রতিটা বুথে বৈঠক, মিছিল, প্রার্থী পরিক্রমা। পাড়ায় পাড়ায় প্রার্থী পরিচিতি সহ রাজনৈতিক লিফলেট বিতরণে পাওয়া যাচ্ছে মানুষের সাড়া। সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআই(এম) প্রার্থী বারুইপুর পশ্চিমে কমরেড লাহেক আলি, সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআই(এম) প্রার্থী বারুইপুর পূর্বে স্বপন নস্কর-এর সমর্থনে চলছে অটো-টোটো প্রচার। বারুইপুরে জেলা সদর, কৃষি কলেজের প্রতিশ্রুতি রাখা হয়নি। অনিয়মিত বারুইপুরের গ্রন্থাগারগুলো। স্থানীয় নানা সমস্যা নিয়ে ক্ষোভ বেড়েছে এলাকাবাসীর মধ্যে। তারা বিকল্প হিসাবে বেছে নিচ্ছেন সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআই(এম) প্রার্থীদের। কারণ তাঁরা ঘরের ছেলে। সবসময়ই পাশে পাওয়া যাবে তাঁদের।
এছাড়া ভারতীয় গণনাট্য সংঘ (পশ্চিমবঙ্গ) বারুইপুর শাখা, পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ বারুইপুর আঞ্চলিক কমিটি, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, আদিবাসী লোক শিল্পী সংঘ, গণচেতনা নাগরিক মঞ্চ-এর পক্ষ থেকে সাংস্কৃতিক প্রচার অভিযান চলছে। যে যে স্থানে এই কর্মসূচি পালিত হচ্ছে, সেই সেই স্থানে দোকানে ব্যবসায়ী, পথচলতি মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা দেখা যায়। নাটক, গান, আবৃত্তি পরিবেশনার মধ্য দিয়ে জনসাধারণের মধ্যে বিপুল উৎসাহ তৈরি হয়েছে।
সর্বোপরি, আসন্ন বিধানসভা নির্বাচনে বারুইপুরে আশু সমস্যাগুলো সমাধানের উদ্দেশ্যে বারুইপুরের মানুষ বিকল্প হিসেবে সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআই(এম) প্রার্থীদেরই বেছে নেবেন, এরকমই একটা বার্তা পাওয়া যাচ্ছে হাটে, বাজারে, দোকানে, পথে সর্বত্র।