E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৬০ বর্ষ ৪ সংখ্যা / ২ সেপ্টেম্বর, ২০২২ / ১৬ ভাদ্র, ১৪২৯

পেগাসাস নিয়ে পলিট ব্যুরো

দায়বদ্ধতা নিশ্চিত করতে বিচারবিভাগের উপযুক্ত পদক্ষেপের দাবি


নিজস্ব প্রতিনিধিঃ পেগাসাস বেআইনি নজরদারি কেলেঙ্কারিতে সরকারের দায়বদ্ধতা নিশ্চিত করাতে বিচারবিভাগের উপযুক্ত পদক্ষেপ দাবি করল ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র পলিট ব্যুরো।

২৬ আগস্ট এক বিবৃতিতে পলিট ব্যুরো বলেছে, আমাদের নিজেদের নাগরিকদের বিরুদ্ধে সামরিক গোত্রের গোয়েন্দা-যন্ত্র পেগাসাস’র ব্যবহার নিয়ে বিচারবিভাগ এবং দেশের সামনে দায়বদ্ধতা প্রকাশে প্রত্যাখ্যান করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের এই আচরণের তীব্র নিন্দা করছে সিপিআই(এম) পলিট ব্যুরো। এই নজরদারযন্ত্র ব্যবহৃত হয়েছে কিনা তা তদন্তের জন্য সুপ্রিম কোর্ট যে কমিটি গঠন করেছে তারা জানিয়েছে, সরকার ‘‘সাহায্য করছে না’’। এটি কিছুতেই মেনে নেওয়া যায় না, বলেছে পলিট ব্যুরো।

সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই মন্তব্য করেছে, ‘‘জাতীয় সুরক্ষা’’র কথা বলে নাগরিকদের মৌলিক অধিকার বিশেষত গোপনীয়তার অধিকার যথেচ্ছভাবে লঙ্ঘন করা যায় না। সাংবিধানিক দপ্তরের শীর্ষ পদাধিকারী, বিরোধী নেতৃত্ব, সাংবাদিক প্রমুখের বিরুদ্ধে যে এই নজরদারযন্ত্রের অপব্যবহার হয়েছে, সরকারের এই ধরনের একগুঁয়ে অসহযোগিতা তারই স্পষ্ট স্বীকারোক্তি। সরকারের এই আচরণ আমাদের গণতন্ত্রের মান এবং নাগরিকদের গণতান্ত্রিক অধিকারের ওপর ক্ষতিকর প্রভাব ফেলবে, অভিমত পলিট ব্যুরোর।

পলিট ব্যুরো মনে করিয়ে দিয়েছে, পেগাসাস ব্যবহারের অভিযোগ পেলেই বহু দেশ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে। ফ্রান্স, মেক্সিকো, স্পেন সহ নানা দেশ এব্যাপারে যথাযথ তদন্ত চালিয়ে যাচ্ছে। তবে ভারত, হাঙ্গেরি এবং সৌদি আরব যে এই নজরদারযন্ত্র কিনেছে, তা ইজরায়েলি তদন্তেও স্পষ্ট হয়েছে। এই অবস্থায় নিজেদের নির্দোষ এবং দায়বদ্ধ প্রমাণের দায় ভারত সরকারের ওপরেই বর্তায়। এই দায়বদ্ধতা নিশ্চিত করাতে পদক্ষেপ নেওয়া উচিত বিচারবিভাগেরও, বলেছে পলিট ব্যুরো।