৫৯ বর্ষ ১৬ সংখ্যা / ৩ ডিসেম্বর, ২০২১ / ১৬ অগ্রহায়ণ, ১৪২৮
কলকাতা কর্পোরেশন নির্বাচনে বামফ্রন্টের প্রার্থী তালিকা প্রকাশিত
প্রচারে সাড়া পড়ছে সব ওয়ার্ডেই
আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দিতে যাচ্ছেন বামফ্রন্ট প্রার্থীরা।
নিজস্ব সংবাদদাতাঃ আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পৌর কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ২৫ নভেম্বর রাজ্য নির্বাচন কমিশন এই নির্বাচনের দিন ঘোষণার পরদিনই বামফ্রন্ট প্রার্থী তালিকা প্রকাশ করে। মোট ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১২৭টি ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করবে বামফ্রন্ট। প্রার্থী তালিকা প্রকাশ করে কলকাতা জেলা বামফ্রন্টের আহ্বায়ক কল্লোল মজুমদার এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, বামফ্রন্ট প্রার্থীরা ১২৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বাকি ১৭টি আসনে আমরা কংগ্রেসসহ সেইসব প্রার্থীকে সমর্থন দেব যারা বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করতে পারবেন। কর্পোরেশন নির্বাচনের ফল ঘোষণা হবে ২১ ডিসেম্বর।
বামফ্রন্টের ১২৭টি আসনের মধ্যে সিপিআই(এম) ৯০টি আসনে, সিপিআই ১৩টি আসনে, আরএসপি ৭টি আসনে, ফরওয়ার্ড ব্লক ১১টি আসনে, এমএফবি ১টি এবং আরসিপিআই ২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এছাড়াও তিনটি আসনে জেলা বামফ্রন্টের পক্ষ থেকে আলোচনা করে প্রার্থীদের নাম চূড়ান্ত করা হবে। কল্লোল মজুমদার বলেছেন, ১৭টি আসনে বামফ্রন্ট প্রতিদ্বন্দ্বিতা করছে না। এই আসনগুলিতে কংগ্রেস, আইএসএফ অথবা কোনো ব্যক্তি যারাই তৃণমূল-বিজেপি-কে পরাস্ত করতে পারে তাদের আমরা ওই আসনে সমর্থন করব। এই সময়ে বামপন্থীরা ছাড়াও অন্যরা আক্রান্ত, সেই সব গণতান্ত্রিক শক্তিকে সংহত করার দায়িত্ব আমাদের।
তিনি বলেছেন, আমরা বিজেপি-কে দেশের সবচেয়ে ভয়ঙ্কর বিপদ বলে মনে করি। কিন্তু এরাজ্যে তৃণমূল যে সরকার চালাচ্ছে, তাদের সঙ্গে কার্যত বিজেপি’র কোনো প্রভেদ দেখা যাচ্ছে না। এ রাজ্যে তৃণমূলের যা জনবিরোধী কার্যকলাপ তাতে বিজেপি-কে ঠেকাতে হলে তৃণমূলের বিরুদ্ধেও লড়াই করতে হবে।
বামফ্রন্টের প্রার্থী তালিকা সম্পর্কে কল্লোল মজুমদার বলেছেন, গতবার বামফ্রন্টের মহিলা প্রার্থী ছিলেন ৪৮ জন, এবার এখনও পর্যন্ত যতজন প্রার্থী চূড়ান্ত হয়েছে তার মধ্যে ৫৬ জন মহিলা প্রার্থী রয়েছেন। সব প্রার্থীর নাম ঘোষিত হলে এই সংখ্যা আরও বেড়ে যাবে। সংখ্যালঘু সম্প্রদায়ের ১৭ জন প্রার্থী রয়েছেন। প্রার্থীদের মধ্যে এবারে নতুন মুখ অনেক বেশি। প্রার্থীদের মধ্যে অর্ধেকেরই বয়স ৫০ বছরের কম। ছাত্র-যুব আন্দোলনের কর্মীরাও রয়েছেন প্রার্থী তালিকায়। কোভিড পরিস্থিতিতে কলকাতার বিভিন্ন এলাকায় যারা মানুষের পাশে থেকেছেন, রেড ভলান্টিয়ার হিসাবে কাজ করেছেন - এমন কর্মীদের এবারে অগ্রাধিকার দিয়ে প্রার্থী করা হয়েছে।
৯৬ নম্বর ওয়ার্ডে সিপিআই(এম) প্রার্থী দিপালী গোস্বামীকে নিয়ে প্রচার মিছিল।
কলকাতা পৌর কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা সম্পর্কে সিপিআই(এম) রাজ্য সম্পাদক সূর্য মিশ্র বলেছেন, ‘‘বামফ্রন্ট কলকাতায় প্রার্থী তালিকা ঘোষণা করেছে। অন্য কোনো জোটের কোনো বিষয় নেই। যেখানে আমরা প্রার্থী দিইনি, সেখানে তৃণমূল এবং বিজেপি-কে হারাতে যারা বিশ্বাসযোগ্য, তাদেরকেই আমরা সমর্থন করব।’’
প্রসঙ্গত, কলকাতায় মোট ১৪৪টি ওয়ার্ডে ১৭০৭টি ভোটগ্রহণ কেন্দ্রে ৪৭৪২টি বুথে ইভিএম-এ ভোটগ্রহণ করা হবে। মোট ভোটারের সংখ্যা ৪০ লক্ষ ৪৮ হাজার ৩৫২ জন।
প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই বিভিন্ন ওয়ার্ডে বামফ্রন্টের প্রচার শুরু হয়েছে। বেশ কয়েকটি ওয়ার্ডে বামফ্রন্ট প্রার্থীরা ইতিমধ্যেই মনোনয়নপত্র জমা দিয়েছেন। বামফ্রন্টের প্রচারে এলাকার উন্নয়নের পাশাপাশি তৃণমূলের সীমাহীন দুর্নীতি এবং দুষ্কৃতী দৌরাত্মের বিরুদ্ধে মানুষের ক্ষোভের কথা উঠে আসছে।