E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৫৯ বর্ষ ১৬ সংখ্যা / ৩ ডিসেম্বর, ২০২১ / ১৬ অগ্রহায়ণ, ১৪২৮

কমরেড অবনী রায়ের জীবনাবসান


নিজস্ব প্রতিনিধিঃ আরএসপি’র রাজ্যসভার প্রাক্তন সাংসদ ও সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড অবনী রায়ের জীবনাবসান হয়েছে। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। ২৫ নভেম্বর, বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে এখানকার রামমোহন লোহিয়া হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন বর্ষীয়ান এই বামপন্থী নেতা। এদিন তাঁর দেহ শেষ শ্রদ্ধা জানানোর জন্য শায়িত রাখা হয়েছিল আরএসপি’র সাংসদ এন কে প্রেমচন্দ্রনের সরকারি বাসভবনে। এরপর এদিন সন্ধ্যায় লোধি রোড শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

কমরেড অবনী রায় ১৯৯৮সাল থেকে টানা ২০১১ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত রাজ্যসভার সাংসদ ছিলেন। তিনি কেন্দ্রীয় পর্যটন, পরিবহণ, শ্রম, অর্থ সহ একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রকের উপদেষ্টা কমিটিরও সদস্য ছিলেন। তিনি কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর পদেও নির্বাচিত হন। কমরেড রায় ১৯৫৯ সালে আরএসপি’র সদস্যপদ অর্জন করেন, তখন তাঁর বয়স ২০ বছর। ছাত্র এবং যুব সংগঠনের মধ্য দিয়ে তিনি সক্রিয় রাজনীতিতে আসেন। তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। কমরেড অবনী রায়ের প্রয়াণে শোক প্রকাশ করেছেন আরএসপি’র সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য।

অকৃতদার কমরেড অবনী রায় বয়সের কারণে সক্রিয় রাজনীতি থেকে সরে যাওয়ার পর থাকতেন সাংসদ প্রেমচন্দ্রনের বাসভবনে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে তাঁর সুসম্পর্ক ছিল।