৫৭ বর্ষ ৪৫ সংখ্যা / ৩ জুলাই ২০২০ / ১৮ আষাঢ় ১৪২৭
পলিট ব্যুরো’র বিবৃতি
কয়লাখনি নিলামের বিরুদ্ধে, ধর্মঘটের সমর্থনে
কয়লা ক্ষেত্রে তিনদিনের ধর্মঘটে পূর্ণ সমর্থন জানিয়েছে সিপিআই(এম)। নিলাম ডেকে কয়লা খাদান বেসরকারি হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্র। কয়লা ক্ষেত্রে শ্রমিক ও কর্মচারীদের ফেডারেশন এবং ইউনিয়নসমূহ ২ থেকে ৪ জুলাই টানা ধর্মঘটের ডাক দিয়েছে সারা দেশে। ২৫ জুন এক বিবৃতিতে বাণিজ্যিক উৎপাদনের জন্য কয়লা খাদানের বেসরকারি হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয়েছে। পলিট ব্যুরো বলেছে, দেশের স্বার্থেই সিদ্ধান্ত বদল করা উচিত কেন্দ্রের।
নিলাম ডেকে দেশি-বিদেশি কর্পোরেটের হাতে বাণিজ্যিক খননের জন্য কয়লা খাদান তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের বিজেপি জোট সরকার। এই নীতি অনুযায়ী বেসরকারি সংস্থাগুলি সরাসরি খোলা বাজারে বিক্রি করতে পারবে কয়লা, চলবে রপ্তানিও। ১৮ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৪১টি খাদানের নিলাম প্রক্রিয়া শুরুর ঘোষণা করেছেন।
পলিট ব্যুরোর বিবৃতিতে বলা হয়েছে, কয়লা দেশের একাধিক শিল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। বিদ্যুৎ উৎপাদন, ইস্পাত, অ্যালুমিনিয়াম, সার বা সিমেন্ট শিল্পে কয়লা জরুরি। কেন্দ্রের নীতিতে দেশে এই ক্ষেত্রগুলিতে চালু বহু কারখানা সঙ্কটে পড়বে। কারণ এখন কয়লা রপ্তানিতে কোনও নিয়ন্ত্রণ থাকবে না। পরিবেশ এবং বনাঞ্চলে বাসিন্দাদের জীবন-জীবিকায় বিপজ্জনক প্রভাবেরও আশঙ্কা জানিয়েছে পলিট ব্যুরো।