৫৭ বর্ষ ৪৫ সংখ্যা / ৩ জুলাই ২০২০ / ১৮ আষাঢ় ১৪২৭
সমবায় ব্যাঙ্ক নিয়ন্ত্রণের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি
সমবায় ব্যাঙ্কগুলিকে কেন্দ্রীয় নিয়ন্ত্রণের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে সিপিআই(এম) পলিট ব্যুরো। ২৫ জুন এক বিবৃতিতে পলিট ব্যুরো কেন্দ্রীয় সরকারের এই একতরফা সিদ্ধান্তের নিন্দা করে বলেছে, অর্ডিন্যান্স জারি করে দেশের ১৫৪০টি শহর ও গ্রামীণ সমবায় ব্যাঙ্কের নিয়ন্ত্রণ নেওয়া হচ্ছে। এই সিদ্ধান্ত দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর আবার এক আঘাত।
বিবৃতিতে বলা হয়েছে, এই সিদ্ধান্ত নেওয়ার আগে কেন্দ্র কোনও নির্বাচিত রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করেনি। অথচ সমবায় ক্ষেত্র যার মধ্যে ব্যাঙ্কও রয়েছে, তা রাজ্য সরকারেরই অধীনে চলে। এই ধরনের আরও বেশি কেন্দ্রীয়করণের উদ্যোগ আমাদের দেশের সংবিধান, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মৌলিক নীতির ওপরেই আঘাত। এর ফলে সমবায় ক্ষেত্রের স্বায়ত্ত্বশাসন সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে।
পলিট ব্যুরো বলেছে, বর্তমানে এই সমবায় ব্যাঙ্কগুলিতে ৮.৪কোটি আমানতকারী রয়েছেন। তাঁদের জমা অর্থের পরিমাণ ৪.৫লক্ষ কোটি। এটা স্পষ্ট, বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের বিপুল পরিমাণ অর্থ কবজা করাই লক্ষ্য। অতীতে এইভাবে রিজার্ভ ব্যাঙ্কের গচ্ছিত তহবিলও ভেঙে ছিল কেন্দ্র।
সমবায় ক্ষেত্র এবং ব্যাঙ্কগুলি দেশের বিভিন্ন প্রান্ত, গ্রামাঞ্চল এবং বিশেষত কৃষিক্ষেত্রের মেরুদণ্ড। এখন থেকে ওই ব্যাঙ্কগুলির জমা অর্থ খরচের অধিকার চলে যাচ্ছে কেন্দ্রীয় সরকারের হাতে। এতে স্পষ্ট, একমাত্র ধনীরাই বিপুল পরিমাণ ঋণ নিতে পারবেন। আর এঁরা এই সুবিধা ভোগ করবেন গরিবের সঞ্চিত অর্থের বিনিময়ে। এর ফলে দেশের কোটি কোটি মানুষের জীবনজীবিকার সহায়তা আরও ধ্বংসের মুখে পড়বে। একথা জানিয়ে পলিট ব্যুরো বলেছে, আরও লক্ষ্যণীয় বিষয় হলো এই অর্ডিন্যান্স আনা হলো দেশে অভ্যন্তরীণ জরুরি অবস্থা জারির ৪৫তম বার্ষিকীর দিন। এটা দেশের সাংবিধানিক বিধির ওপর বড় ধরনের এক আঘাত।
এই অর্ডিন্যান্স অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে সিপিআই(এম) পলিট ব্যুরো।