৫৯ বর্ষ ৪২ সংখ্যা / ৩ জুন, ২০২২ / ১৯ জ্যৈষ্ঠ, ১৪২৯
জিটিএ নির্বাচনে সিপিআই(এম) প্রার্থী ঘোষণা
পাহাড়ে জিটিএ নির্বাচনে ১১টি আসনে সিপিআই(এম) প্রার্থীদের নামের তালিকা প্রকাশিত হয়েছে। ৩১ মে দার্জিলিঙে সিপিআই(এম) দপ্তরে সাংবাদিক সম্মেলন করে প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেছেন সিপিআই(এম) দার্জিলিঙ জেলা সম্পাদক সমন পাঠক। আগামী ২৬ জুন জিটিএ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এই নির্বাচনে রিম্বিক লোদামা আসনে গৌতম রাজ রাই, কাইঝালে রিলিংয়ে কে বি সুব্বা, পুলবাজার বিজনবাড়িতে কে বি ওয়াতার, তকভারে দিলীপ রাই, দার্জিলিঙ-১-এ বীর বাহাদুর ঘিসিঙ, চুনথুং তামসাংয়ে নিগমা ওয়াংদি, রম্বুল-ধোত্রিয়া আসনে মহেন্দ্র রাই, কার্শিয়াঙ টাউন দেওরালিতে বন্দনা রাই, কার্শিয়াঙ-গিধপাহাড়ে নরেন প্রধান, থারবু ধুপ্তিন আসনে কিসমত তামাঙ এবং সোনাদা পচাং আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন নীলন রাই।
সাংবাদিক সম্মেলনে সমন পাঠক বলেন, জিটিএ নির্বাচনে মোট ৪৫টি আসনের মধ্যে ১৫টি আসনে সিপিআই(এম) প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। ১৫টি আসনের মধ্যে ১২টি আসনের জন্য সিপিআই(এম) প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। বাকি আসনে প্রার্থীদের নাম পরে ঘোষণা করা হবে।
তিনি বলেছেন, জিটিএ নির্বাচনে অবশিষ্ট আসনগুলিতে পাহাড়ের বামপন্থী, গণতান্ত্রিক দল ও শক্তিগুলির সাথে আলোচনা করে প্রার্থী দেবার প্রক্রিয়া চলছে। সবক্ষেত্রেই এভাবে প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা হবে বলে তিনি জানান।
এদিনের সাংবাদিক সম্মেলনে পার্টির প্রবীণ নেতা কে বি ওয়াতার উপস্থিত ছিলেন।