E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৬০ বর্ষ ২৯ সংখ্যা / ৩ মার্চ, ২০২৩ / ১৮ ফাল্গুন, ১৪২৯

ত্রিপুরার বিধানসভা নির্বাচনের ফল প্রসঙ্গে সিপিআই(এম) পলিট ব্যুরো’র বিবৃতি


সিপিআই(এম) পলিট ব্যুরো ত্রিপুরার বিধানসভা নির্বাচনের ফল প্রসঙ্গে ২ মার্চ বিকেল পাঁচটায় প্রকাশিত এক বিবৃতিতে বলেছেঃ ষাট সদস্যের ত্রিপুরা বিধানসভায় ২০১৮ সালের নির্বাচনে বিজেপি জোটের পাওয়া ৪৪ আসনের তুলনায় এবারের নির্বাচনে এই জোট খুব সামান্য সংখ্যাগরিষ্ঠতার দিকে এগোচ্ছে, যদিও এখনো নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা হয়নি।

এই সামান্য সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতেও বিজেপি জোটকে নজিরবিহীন অর্থ ব্যয় করতে হয়েছে এবং অন্যান্য অনৈতিক পথ অনুসরণ করতে হয়েছে।

বিজেপি’র বিরুদ্ধে বামফ্রন্ট এবং বিরোধী প্রার্থীদের যাঁরা ভোট দিয়েছেন তাঁদের সিপিআই(এম) অভিনন্দন জানিয়েছে।

পলিট ব্যুরো সেই হাজার হাজার সিপিআই(এম) এবং বামফ্রন্টের কর্মীকে অভিনন্দন জানিয়েছে, যাঁরা গত ৫ বছর ধরে আক্রমণ ও নিপীড়নের মুখোমুখি হওয়ার পরেও এই নির্বাচনী প্রচার সাহসিকতার সঙ্গে পরিচালনা করেছেন এবং জনগণের কাছে পৌঁছেছেন, যে জনগণ দীর্ঘদিন যাবত যোগাযোগ থেকে বঞ্চিত হয়েছিলেন।

সিপিআই(এম) এবং বামফ্রন্ট তার প্রতিশ্রুতি রক্ষার্থে এবং জনগণের স্বার্থরক্ষার্থে কাজ করে যাবে।