E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৬০ বর্ষ ২৯ সংখ্যা / ৩ মার্চ, ২০২৩ / ১৮ ফাল্গুন, ১৪২৯

উত্তর-পূর্বের তিন রাজ্যে সরকার পরিবর্তন হলো না


নিজস্ব সংবাদদাতাঃ সদ্য সমাপ্ত উত্তর-পূর্বাঞ্চলের তিন রাজ্য ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে ২ মার্চ। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ফলাফলে দেখা যাচ্ছে, ত্রিপুরায় বিজেপি-আইপিএফটি জোট আবারও সরকার গড়তে চলেছে। মেঘালয়ে বর্তমান মুখ্যমন্ত্রী কনরাড সাংমার নেতৃত্বাধীন ইন্ডিয়ান পিপলস পার্টি (এনপিপি) এগিয়ে রয়েছে। সম্ভবত এই দলই আবার সরকার গড়বে। অন্যদিকে নাগাল্যান্ডে ফের ক্ষমতায় বসতে চলেছে এনডিপিপি-বিজেপি জোট।

গত ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরার নির্বাচন হয়েছিল। ৬০ আসন বিশিষ্ট এই বিধানসভায় নির্বাচন কমিশনের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে, শাসকদল বিজেপি ৩২টি আসনে জয়ী হয়েছে। এদের জোট সঙ্গী আইপিএফটি একটি আসন ধরে রাখতে পেরেছে।

অন্যদিকে বামফ্রন্ট এবং কংগ্রেস জোট ১৪টি আসনে জয়ী হয়েছে। এই জোটের মধ্যে সিপিআই(এম)জয়ী হয়েছে ১১টি আসনে। কংগ্রেস দল জয়ী হয়েছে ৩টি আসনে। এছাড়া তিপ্রা মোথা পার্টি ১৩টি আসন পেয়েছে।

শতাংশের হিসেবে এই রাজ্যে বিজেপি জোট ৩৯ শতাংশ ভোট পেয়েছে। সিপিআই(এম) পেয়েছে ২৪.৬ শতাংশ ভোট। জোট শরিক কংগ্রেস ৮.৬ শতাংশ ভোট পেয়েছে। অন্যান্যরা পেয়েছে ২২.১২ শতাংশ ভোট। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, বিগত ২০১৮ সালের নির্বাচনে বিজেপি পেয়েছিল ৩৬টি আসন, শতাংশের হিসেবে তা ছিল ৪৩.৫৯ শতাংশ। অন্যদিকে বামফ্রন্ট জয়ী হয়েছিল ১৬টি আসনে। শতাংশের হিসেবে তা ছিল ৪৪.৩৫ শতাংশ। এছাড়া আইপিএফটি’র ছিল ৮টি আসন, ৭.৫ শতাংশ ভোট।

এবারের ভোটের লক্ষণীয় দিক হলো, ত্রিপুরায় উপজাতি অধ্যুষিত এলাকাগুলিতে তিপ্রা মোথা পার্টি ভালো ফল করেছে। অপরদিকে তৃণমূল কংগ্রেস ২৮টি আসনে প্রার্থী দিয়ে এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ নির্ণায়ক ভূমিকা পালন করবে বলে বিস্তর বাগাড়ম্বর করেছিল। কিন্তু এইদল সেখানে খাতা খুলতে পারেনি। এরা মাত্র ০.৮৮ শতাংশ ভোট পেয়েছে।

৬০ আসনবিশিষ্ট মেঘালয়ে বর্তমানে ক্ষমতাসীন এনপিপি জোট সর্বশেষ তথ্য অনুযায়ী ২৩টি আসনে জয়ী হয়েছে এবং এগিয়ে আছে ৩ আসনে। এছাড়া এখানে কংগ্রেস ৫, বিজেপি ২, তৃণমূল কংগ্রেস ৫, ইউডিপি ১১, ভিপিপি ৪, এনপিপি ২, পিডিএফ ২, এইচএসপিডিপি ২ এবং নির্দল ২টি আসন লাভ করেছে।

উল্লেখ্য, এখানে বছর দেড়েক আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা সহ কংগ্রেসের ১২ জন বিধায়ককে নিয়ে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে গণ্য হয়েছিল তৃণমূল কংগ্রেস। এমনকী প্রধান বিরোধী দলের মর্যাদাও জুটিয়ে নিয়েছিল। এবারের নির্বাচনে দু’অঙ্কের আসনে জয়ী হয়ে দল ‘নির্ণায়ক ভূমিকা’ নেবে বলে দাবি করেছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু নির্বাচনের ফলাফল তাঁর সেই আশা পূর্ণ করেনি।

নাগাল্যান্ডের ৬০টি আসনের মধ্যে বিজেপি-এনডিপিপি জোট ৩৭টি আসন পেয়েছে। এর মধ্যে বিজেপি ১২ এবং জোট শরিক এনডিপিপি ২৫টি আসন পেয়েছে। এছাড়া এনসিপি ৬, এনপিপি ৫, এনপিএফ ২, এলজেপি ২, জেডি(ইউ) ১, আরপিআই ২ এবং নির্দল প্রার্থীরা ৪টি আসনে জয়ী হয়েছে।