E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৫৯ বর্ষ ২৫ সংখ্যা / ৪ ফেব্রুয়ারি, ২০২২ / ২১ মাঘ, ১৪২৮

আসন্ন বিধানসভা নির্বাচনে তিন রাজ্যের প্রার্থী তালিকা ঘোষণা করল সিপিআই(এম)


নিজস্ব সংবাদদাতাঃ দেশের পাঁচ রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে তিনটিতে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থী তালিকা ঘোষণা করলো সিপিআই(এম)। উত্তরপ্রদেশে ৪, পাঞ্জাবের ১৪টি এবং উত্তরাখণ্ডে ৪ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে পার্টি। পাঞ্জাবের ফিল্লাউর সংরক্ষিত কেন্দ্র থেকে মেলা সিং, নাকোদার কেন্দ্র থেকে গুরমেল সিং নাহাল, শাকোট কেন্দ্র থেকে জশকারণ সিং, ৬৬ নম্বর কেন্দ্র থেকে বলবীর সিং গিল, মালাউৎ থেকে দেবিন্দর সিং কোটলি, বালাসুর থেকে মাস্টার প্রেমচান্দ, ভাদাউর সংরক্ষিত কেন্দ্র থেকে বলবীর সিং, শারদুলগদ কেন্দ্র থেকে কুলবিন্দর সিং উদ্দত, রাজাসানসি কেন্দ্র থেকে ভূপিন্দর সিং চিনা, ধারামকোট কেন্দ্র থেকে সুরজিত সিং গাগ্রা, গড়শংকর কেন্দ্র থেকে মহিন্দর কুমার, আনন্দপুর সাহিব কেন্দ্র থেকে গুরুদেব সিং বাগগী, অমৃতসর (কেন্দ্রীয়) থেকে কুলবীর সিং প্রতিদ্বন্দ্বিতা করছেন। উত্তরপ্রদেশের সালেমপুর দেবরিয়ার জেলার সালেমপুর সংরক্ষিত কেন্দ্র থেকে সতীশ কুমার, চান্দোলি চাকোলি থেকে জয়নাথ, এলাহাবাদের প্রয়াগরাজ জেলার কোরাব থেকে চিরোঞ্জিলাল কোল এবং মির্জাপুরের মাড়িহান কেন্দ্র থেকে সুরেশ প্রতিদ্বন্দ্বিতা করছেন সিপিআই(এম) প্রার্থী হিসেবে। উত্তরাখণ্ডের চামোলি জেলার থারালি কেন্দ্র থেকে প্রার্থী কুনওয়ার রাম, হরিদ্বারের ভেল বানিপুর কেন্দ্র থেকে আর সি ধীমান, দেরাদুনের সেহেসপুর কেন্দ্র থেকে কামরুদ্দিন এবং রাজা রাম সেমওয়াল দাঁড়িয়েছেন রুদ্রপ্রয়াগ জেলার কেদারনাথ কেন্দ্র থেকে।