৫৮ বর্ষ ৪২ সংখ্যা / ৪ জুন, ২০২১ / ২০ জ্যৈষ্ঠ, ১৪২৮
শাহজাহানপুর বর্ডারে ঝড়ের দাপটে কৃষকদের আন্দোলনস্থলে ব্যাপক ক্ষয়ক্ষতি
নিজস্ব সংবাদদাতাঃ ২৯ মে প্রবল ঝড়ে রাজস্থান-হরিয়ানা সীমান্তের শাহজাহানপুরে কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে চলা অবস্থান-প্রতিবাদ স্থলে কৃষকদের অস্থায়ী বাসস্থান সহ দ্রব্য সামগ্রী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টির জেরে আগেও একাধিকবার শিবির করে থাকা এই সংযুক্ত কৃষক মোর্চার আন্দোলনস্থলকে ক্ষতির সম্মুখীন হতে হয়। এই নিয়ে তৃতীয় বার প্রাকৃতিক বিপর্যয়ের জেরে ক্ষতিগ্রস্ত হলো কৃষকদের এই আন্দোলনস্থল। এবারের ধ্বংসাত্মক পরিস্থিতি ক্ষয়ক্ষতির হিসেবে মাপে সবচেয়ে ব্যাপক। তবে কৃষকদের তাঁবু সহ অন্যান্য পুনর্নির্মাণের কাজ শুরু হয়ে গেছে।
ওইদিন ঝড়ের দাপট এতটাই তীব্র ছিল যে উঁচু আলোকস্তম্ভগুলি ভাঙতে শুরু করে। ঝড়ো হাওয়ার দাপটে লন্ডভন্ড হয়ে যায় কৃষকদের তাঁবুগুলি। ভিতরে থাকা পাখা, বিছানা, কুলার সহ নানা জিনিস সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। অবস্থানরত কৃষকরা কাছাকাছি থাকা পাকা কংক্রিটের নির্মাণের দিকে দৌড়ে যেতে গিয়ে ঝোড়ো হাওয়ার দাপটে পড়ে গিয়ে আহত হন। চোট লাগে।
ঝড়ের দাপটে বেশ কয়েকজন কৃষক আহত হয়েছেন এবং আন্দোলন স্থলে থাকা তাঁদের সমস্ত রকম জিনিসপত্র ধ্বংস হয়েছে। অস্থায়ী বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবার ফলে জল তোলার যে ব্যবস্থা ছিল তা অকেজো হয়ে গেছে। তাই জল পাচ্ছেন না কৃষকরা। কাছের গ্রামগুলি থেকে জলের যোগান আসছে তাদের জন্য।
পরিস্থিতি এমন যে কার্যত গোটা আন্দোলন স্থলটিকে পুনরায় গড়ে তুলতে হবে। মজুদ করে রাখা খাদ্যশস্য এবং আরও বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্যেরও ক্ষতি হয়েছে ব্যাপক। এআইকেএস’র সহ-সভাপতি অমরা রাম, যুগ্ম সম্পাদক বিজু কৃষ্ণান, এআইএডব্লুইউ’র যুগ্ম সম্পাদক বিক্রম সিং এবং সংগঠনের রাজস্থান শাখার রাজ্য সম্পাদক পবন দুগ্গাল ক্ষয়ক্ষতির হিসাব করেছেন এবং আহত সাথীদের সঙ্গে দেখা করে তাঁদের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন।
শাহজাহানপুরে এখন সীমান্তজুড়ে ঝড়ে উপড়ে যাওয়া তাঁবুগুলি পুনরায় স্থাপন করা এবং বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন সহ বিভিন্ন মেরামতির কাজ চলছে। এই কাজে এগিয়ে এসেছেন মূলত আন্দোলনের তরুণ সাথীরাই।
সমস্ত রকম আবহাওয়ার প্রতিকূলতা এবং প্রবল ঝড়ের দরুণ চরম পরিস্থিতির মুখোমুখি হয়ে বারবার ক্ষতি সহ্য করেও কৃষকরা ইস্পাত দৃঢ় মনোভাব নিয়ে অবস্থান চালিয়ে যেতে প্রস্তুত। তাদের দুর্দশার জন্য দায়ী দানবীয় কৃষি আইন বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে নরেন্দ্র মোদীকে পরাস্ত করতে আগামী দিনে তীব্রতর আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে বদ্ধপরিকর দেশের অন্নদাতারা।