৫৮ বর্ষ ৪২ সংখ্যা / ৪ জুন, ২০২১ / ২০ জ্যৈষ্ঠ, ১৪২৮
সারা দেশে পালিত সিআইটিইউ’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী
সেন্টার ফর ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস (সিআইটিইউ)’র ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী গত ৩০ মে সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এদিন সিআইটিইউ’র কেন্দ্রীয় দপ্তর নতুন দিল্লির বি টি আর ভবনে রক্তপতাকা উত্তোলন করেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি কে হেমলতা। শহিদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান হেমলতা, সর্বভারতীয় সাধারণ সম্পাদক তপন সেন সহ নেতৃবৃন্দ। ব্যাপক সংখ্যক শ্রমজীবী মানুষের উপস্থিতিতে সিআইটিইউ'র প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান পালিত হয় সংগঠনের রাজ্য কমিটি ও জেলা কমিটির দপ্তরগুলি সহ বিভিন্ন ইউনিয়ন দপ্তরে, দেশের বিভিন্ন রাজ্যে কল-কারখানার গেটে, শিল্পাঞ্চলগুলিতে, কয়লা খাদানে, বন্দরে এবং শ্রমজীবী মহল্লাগুলিতে। প্রতিষ্ঠা দিবস উদযাপনের কর্মসূচিগুলিতে দেশের বর্তমান রাজনৈতিক ভারসাম্য পরিবর্তনের লক্ষ্যে শ্রেণি ঐক্য এবং শ্রেণি আন্দোলন তীব্র করার শপথ ধ্বনিত হয়েছে। প্রসঙ্গত, দেশের শ্রমিক আান্দোলনকে সংশোধনবাদী এবং আপসপন্থীদের হাত থেকে মুক্ত করে দেশের শ্রমিকশ্রেণির কাছে ঐক্য ও সংগ্রামের আহ্বান জানিয়ে কলকাতায় এক সম্মেলনে ১৯৭০ সালের ৩০ মে সিআইটিইউ’র প্রতিষ্ঠা হয়।
কলকাতায় সিআইটিইউ’র পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির দপ্তর শ্রমিক ভবনে প্রতিষ্ঠা দিবসে রক্তপতাকা উত্তোলন করেন রাজ্য সভাপতি সুভাষ মুখার্জি। শহিদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সুভাষ মুখার্জি, রাজ্য সাধারণ সম্পাদক অনাদি সাহু সহ সিআইটিইউ’র নেতৃবৃন্দ। রাজ্যের চাবাগান, চটকল, ইস্পাত কারখানা, কয়লা খাদান সহ বিভিন্ন কল কারখানার গেটে শ্রমজীবী মহল্লায় রক্তপতাকা উত্তোলন এবং শহিদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে সিআইটিইউ’র প্রতিষ্ঠা দিবস পালন করেন প্রায় সর্বঅংশের শ্রমজীবী মানুষ। লকডাউনের কারণে প্রকাশ্য সভা করার সুযোগ না থাকায় সোশ্যাল মিডিয়ায় ‘সিআইটিইউ ওয়েস্ট বেঙ্গল’ ফেসবুক পেজে আলোচনা সভা সংগঠিত হয়। এখানে বক্তব্য রাখেন সুভাষ মুখার্জি, অনাদি সাহু।