E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৫৯ বর্ষ ৫১ সংখ্যা / ৫ আগস্ট, ২০২২ / ১৯ শ্রাবণ, ১৪২৯

তৃণমূল সরকারের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল


দুর্নীতির প্রতিবাদে নাগরিক মিছিল কলকাতায়।

নিজস্ব প্রতিনিধিঃ তৃণমূল জমানায় রাজ্য সরকারের মদতে শিক্ষা সহ অন্যান্য ক্ষেত্রে পাহাড়প্রমাণ দুর্নীতির প্রতিবাদে উত্তাল রাজ্য। সিপিআই(এময) সহ বিভিন্ন বামপন্থী রাজনৈতিক ও বামপন্থী গণসংগঠনের পাশাপাশি দুর্নীতিগ্রস্ত মন্ত্রী, আমলাদের বরখাস্ত ও সংশ্লিষ্ট সবাইকে গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে পথে নামলেন রাজ্যের লেখক, শিল্পী, সাহিত্যিক, আইনজীবী, চিকিৎসক সহ বৃহত্তর নাগরিক সমাজ। এছাড়াও এই দুর্নীতির বিরুদ্ধে সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নসমূহের ডাকেও কলকাতায় মিছিল হয়েছে। এই প্রতিবাদ মিছিল কেবল কলকাতা মহানগরীতেই নয়, শিলিগুড়ি, বর্ধমান, মেদিনীপুর সহ বিভিন্ন শহরে সংগঠিত হচ্ছে।

১ আগস্ট স্টেটসম্যান দপ্তরের সামনে থেকে শুরু হওয়া নাগরিক মিছিল পার্ক স্ট্রিট মোড় হয়ে গান্ধী মূর্তির সামনে গিয়ে শেষ হয়। এই মিছিলে অংশ নেন অধ্যাপক পবিত্র সরকার, শিক্ষাবিদ শুভংকর চক্রবর্তী, আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য, চিত্র পরিচালক অনীক দত্ত, কমলেশ্বর মুখোপাধ্যায়, অভিনেতা চন্দন সেন, বিমল চক্রবর্তী, সীমা মুখোপাধ্যায়, জয়রাজ ভট্টাচার্য, লেখক কিন্নর রায়, মন্দাক্রান্তা সেন, পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ-র রাজ্য সম্পাদক রজত বন্দ্যোপাধ্যায় প্রমুখ। এছাড়াও মিছিলে ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিআই(এম্) নেতা সূর্য মিশ্র, মহম্মদ সেলিম, শ্রীদীপ ভট্টাচার্য, আরএসপি’র সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য সহ গণআন্দোলনের নেতৃবৃন্দ।

নিয়োগ দুর্নীতির প্রতিবাদে মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবিতে ২ আগস্ট প্রতিবাদ মি‍‌ছিলে উত্তাল হয়ে ওঠে শিলিগুড়ির হিলকার্ট রোড। সিপিআই(এম) দার্জিলিঙ জেলা কমিটির ডাকে এদিন বাঘাযতীন পার্ক থেকে মিছিল শুরু হয়ে হাসমি চক, হিলকার্ট রোড ধরে এয়ার ভিউ মোড়ে মহাত্মা গান্ধী চকে এসে শেষ হয়। এখানে অগণিত পার্টি কর্মী, ছাত্র-যুব, মহিলা রাস্তায় বসে বিক্ষোভ দেখান। এই বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন সিপিআই(এম) নেতা জীবেশ সরকার, অশোক ভট্টাচার্য, পার্টির জেলা সম্পাদক সমন পাঠক, নুরুল ইসলাম, জয় চক্রবর্তী প্রমুখ।

তৃণমূলের আকাশছোঁয়া দুর্নীতির বিরুদ্ধে ২ আগস্ট রাজ্যের সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, শিল্প ভিত্তিক ফেডারেশন, ব্যাঙ্ক, বিমা, বিএসএন‍‌এল কর্মী ইউনিয়ন এবং ১২ জুলাই ক‍‌মিটির ডাকে বিক্ষোভ মিছিল হয়েছে। এদিন লাল পতাকা, ফেস্টুন, প্ল্যাকার্ড, ব্যানার শোভিত মিছিল কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলার লেনিন মূর্তির সামনে থেকে শুরু হয়ে কলেজ স্কোয়ার অভিমুখে যায়।

এই মিছিল থেকে সোচ্চার কণ্ঠে ধ্বনিত হয় ‘এবার তদন্ত হোক কালীঘাটে।’ এছাড়াও শিক্ষাক্ষেত্রে দুর্নীতির তদন্ত করে অবিলম্বে দোষীদের শাস্তি দেওয়া, টেট-এসএসসি উত্তীর্ণদের চাকরি, সমস্ত শূন্য পদে চাকরি সহ খাদ্যদ্রব্যের উপর থেকে জিএসটি প্রত্যাহার এবং সমস্ত জিনিসপত্রের দাম কমানোর দাবিতে স্লোগান ওঠে।

মিছিলে অংশ নেন অনাদি সাহু, দেবাঞ্জন চক্রবর্তী, নিরঞ্জন চ্যাটার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন অনাদি সাহু (সিআইটিইউ), অতনু চক্রবর্তী (এআইসিসিটিইউ), আশিস পান্ডে (টিইউসিসি), বাসুদেব গুপ্ত (এআইটিইউসি), দীপক সাহা (ইউটিইউসি) প্রমুখ।

এই মিছিলগুলির পাশাপাশি এসএফআই-ডিওয়াইএফআই’র উদ্যোগেও কলকাতা সহ জেলায় জেলায় প্রতিবাদ মিছিল হয়েছে।