E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৫৮ বর্ষ ২৫ সংখ্যা / ৫ ফেব্রুয়ারি, ২০২১ / ২২ মাঘ, ১৪২৭

উত্তর দিনাজপুর জেলায় কৃষক আন্দোলনের বিস্তৃতির সাথে শুরু হয়েছে আসন্ন নির্বাচনের প্রচারও


সংবাদদাতাঃ প্রিয়রঞ্জন পাল

উত্তর দিনাজপুর জেলাজুড়ে জোরদার কর্মসূচি চলছে সিপিআই(এম) দল এবং বিভিন্ন বামপন্থী গণসংগঠনের। প্রায় প্রতিটি কর্মসূচিতেই দলের বা সংগঠনের সদস্যরা ছাড়াও সাধারণ মানুষ উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেছেন। কৃষক আন্দোলনের পরিধি ক্রমশ বিস্তৃত হচ্ছে জেলার গ্রামীণ এলাকায়, একই সঙ্গে চলছে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতিও।

১ ফেব্রুয়ারি চোপড়া বিধানসভা নির্বাচন কমিটির আহ্বানে চোপড়া হাইস্কুল মাঠে চোপড়া বিধানসভার পার্টিসদস্য ও কর্মীদের নিয়ে একটি কর্মীসভা অনুষ্ঠিত হয়। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে অনুষ্ঠিত এই কর্মীসভায় প্রধান বক্তা ছিলেন পার্টির রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য পলাশ দাস। এছাড়াও বক্তব্য রাখেন সিপিআই(এম) উত্তর দিনাজপুর জেলা কমিটির সম্পাদক অপূর্ব পাল এবং রাজ্যকমিটির সদস্য আনোয়ারুল হক। সভায় বক্তারা বাস্তব পরিস্থিতিতে বাম গণতান্ত্রিক জোটের সম্ভাবনা কর্মীদের সামনে তুলে ধরেন। তৃণমূল, বিজেপি এবং মিডিয়ার অশুভ আঁতাত সম্পর্কে কর্মীদের সতর্ক করেন।

৩০ জানুয়ারি গান্ধী হত্যা দিবসে উত্তর দিনাজপুর জেলাতেও পালিত হয় সাম্প্রদায়িকতা বিরোধী মিছিল। রায়গঞ্জ শহরে শিলিগুড়ি মোড় থেকে বিদ্রোহী মোড়ের গান্ধী মূর্তি পর্যন্ত মিছিলে অনেক কর্মী-সমর্থক অংশ নেন। মিছিলের পুরোভাগে ছিলেন সিপিআই(এম) উত্তর দিনাজপুর জেলা কমিটির সম্পাদক অপূর্ব পাল, বর্ষীয়ান নেতা দিলীপ নারায়ণ ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ। গান্ধীমূর্তির পাদদেশে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় অপূর্ব পাল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গান্ধীজির ভুমিকা উল্লেখ করেন। জেলার অন্যান্য এলাকাতেও মিছিল সংগঠিত হবার খবর পাওয়া গেছে।

২৬ জানুয়ারি দিল্লির কিষান প্যারেডের সমর্থনে রায়গঞ্জ ও ইসলামপুরে অনুষ্ঠিত হয়েছে ট্র্যাক্টর র‍্যালি ও সমাবেশ। দু’টি জায়গাতেই বিভিন্ন গ্রাম থেকে কৃষকেরা ট্র্যাক্টর এবং ট্রলিতে জাতীয় পতাকা এবং কৃষক সংগঠনের পতাকা বেঁধে প্রবল উৎসাহের সঙ্গে হাজির হয়েছিলেন। রায়গঞ্জ ষ্টেশন সংলগ্ন রাস্তা ট্র্যাক্টরে ট্র্যাক্টরে ছয়লাপ ছিল। আগত কৃষকদের আপ্যায়িত করতে শহরের ক্ষুদ্র ব্যবসায়ী ও অধিবাসীরা চাল-ডাল-সবজি সহ বিভিন্ন জিনিস উৎসাহ ভরে তুলে দিয়েছেন সংগঠকদের হাতে। রায়গঞ্জের সভায় বক্তব্য রাখেন সারা ভারত কৃষক সভা (বি বি গাঙ্গুলি স্ট্রিট)-র পক্ষে প্রাক্তন মন্ত্রী শ্রীকুমার মুখোপাধ্যায়, সংযুক্ত কিষান সভার পক্ষে ভাসান রায়, ক্রান্তিকারি কিষান সভার পক্ষে বীরেন সরকার এবং কংগ্রেসের কৃষক সংগঠনের তারাপদ দাস। সভাপতিত্ব করেন সারা ভারত কৃষক সভার জেলা সম্পাদক সুরজিত কর্মকার। প্রত্যেক বক্তা মোদী সরকার প্রণীত নতুন তিনটি কৃষি আইনের সর্বনাশা বিভিন্ন দিক তুলে ধরে জেলার কৃষক সমাজকে আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান।

সারা রাজ্যের সঙ্গে ২৭ জানুয়ারি উত্তর দিনাজপুর জেলাতে কৃষক আন্দোলনকে কালিমালিপ্ত করার ও কৃষকদের উপর আক্রমণ নামিয়ে আনার বিরুদ্ধে জেলাশাসকের দপ্তরে বিক্ষোভে শামিল হন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সদস্যরা। এই বিক্ষোভ সভায় নেতৃত্ব দেন জেলা সম্পাদক আশিস কর ও যুগ্ম সম্পাদক মনোজিত গুহ।

গত ১৯ জানুয়ারি হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নওদার পীরের মাঠে হেমতাবাদ এরিয়া কমিটির ডাকে এক বড়ো মাপের সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের প্রধান বক্তা ছিলেন প্রাক্তন সাংসদ ও পলিট ব্যুরো সদস্য মহম্মদ সেলিম। এছাড়াও বক্তব্য রাখেন সিপিআই(এম) উত্তর দিনাজপুর জেলা কমিটির সম্পাদক অপূর্ব পাল, পার্টির রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য পলাশ দাস, মহিলা নেত্রী আল্পনা বর্মণ প্রমুখ। প্রত্যেকেই কেন্দ্রের বিজেপি সরকারের এবং রাজ্যের মমতা সরকারের জনবিরোধী বিভিন্ন দিক তুলে ধরেন।

১০ জানুয়ারি সম্মেলনের মধ্যে দিয়ে পুনর্গঠিত হলো ভারতের ছাত্র সংগঠনের উত্তর দিনাজপুর জেলা কমিটি। পনের জনের সম্পাদক মণ্ডলী সহ সভাপতি এবং সম্পাদক নির্বাচিত হয়েছেন রিপন পাল ও কুশান ভৌমিক। সম্মেলন উপলক্ষে আয়োজিত ছাত্রসভায় বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য ও সভাপতি প্রতীক উর রহমান। সভায় কেন্দ্রের নয়া শিক্ষানীতি এবং রাজ্যের শিক্ষা বিরোধী নীতির তুমুল সমালোচনা করেন নেতৃবৃন্দ।