৫৮ বর্ষ ২৫ সংখ্যা / ৫ ফেব্রুয়ারি, ২০২১ / ২২ মাঘ, ১৪২৭
৩০শে জানুয়ারি গান্ধী হত্যার দিনে বাম ও কংগ্রেস দলের প্রচার কর্মসূচি
নিজস্ব প্রতিনিধিঃ ৩০ জানুয়ারি গান্ধী হত্যার দিনটিকে রাজ্যের সর্বত্র সংবিধানের ধর্মনিরপেক্ষতার আদর্শ তুলে ধরতে প্রচার কর্মসূচি সংগঠিত করলো ১৬টি বামপন্থী ও সহযোগী দল এবং জাতীয় কংগ্রেস। প্রসঙ্গত, ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি, ৭৪ বছর আগে মহাত্মাগান্ধীকে গুলি করে খুন করেছিল সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী নাথুরাম গডসে। এই গডসের মতাদর্শবাদী শক্তি আজ দেশের ক্ষমতায় এসে দেশকে সাম্প্রদায়িকতার ভিত্তিতে বিভক্ত করতে চাইছে। দেশ ও দেশের মানুষের সার্বিক সর্বনাশ করছে। এদের এই মানবতা বিরোধী-দেশবিরোধী ভাবনা ও পদক্ষেপের বিরুদ্ধে এদিন মিছিল-সমাবেশে স্লোগানে সোচ্চার প্রতিবাদ ধ্বনিত হয়।
এদিন ১৬টি বামপন্থী দল ও সহযোগী দল এবং জাতীয় কংগ্রেসের আহ্বানে কলকাতার মৌলালির রামলীলা পার্ক থেকে বেলেঘাটা গান্ধীভবন পর্যন্ত একটি মিছিল সংগঠিত হয়। এই মিছিলে অংশ নেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিআই (এম) রাজ্য সম্পাদক সূর্য মিশ্র, সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য মহম্মদ সেলিম, জাতীয় কংগ্রেস নেতা ও বিরোধী দলনেতা আবদুল মান্নান, কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য, অমিতাভ চক্রবর্তী, আরএসপি’র সর্বভারতীয় সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য, ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চ্যাটার্জি, সিপিআই নেতা তপন গাঙ্গুলি, আরসিপিআই নেতা মিহির বাইন, পিডিএস নেতা সোমেন সরকার, এমএফবি নেতা জয়হিন্দ সিং, সিপিআই(এম এল) নেতা ইন্দ্র ঘোষদস্তিদার, বলশেভিক পার্টির নেতা প্রবীর ঘোষ প্রমুখ।
মিছিল শেষে গান্ধীভবনের সামনে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বামফ্রন্ট ও সহযোগীদল এবং কংগ্রেস নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
৩০ জানুয়ারি কলকাতা সহ রাজ্যের প্রতিটি জেলায় তৃণমূল কংগ্রেস এবং বিজেপি বিরোধী গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দল সমূহকে সমবেত করে মিছিল-সমাবেশের মধ্য দিয়ে দিনটি পালিত হয়।