৫৮ বর্ষ ২৯ সংখ্যা / ৫ মার্চ, ২০২১ / ২০ ফাল্গুন, ১৪২৭
লুটপাট জাতপাতের সরকার নয় বাংলায় চাই জনহিতকর সরকার
সীতারাম ইয়েচুরি
ব্রিগেড ময়দানে বলছেন সীতারাম ইয়েচুরি।
ব্রিগেডের সুবিশাল জনসভাকে অভিনন্দন জানিয়ে সীতারাম ইয়েচুরি বলেন, বাংলায় চাই জনহিতকর সরকার। লুটপাটের সরকার চাইনা। চাইনা জাতপাতের নামে বিভাজন সৃষ্টিকারী সরকার। এই জনহিতকর সরকার মানুষের কাজ, জমি এবং জীবনের সুরক্ষা দেবে। এই জনহিতকর সরকার বাংলায় আগামীদিনে ক্ষমতায় আসবে। আজকের ব্রিগেড দেখে আমি নিশ্চিত পশ্চিমবাংলায় পরিবর্তন আসছে।
সীতারাম ইয়েচুরি বলেন, দেশে পেট্রোলের দাম বাড়ছে। এর ফলে সব জিনিসের দাম বাড়বে। সাধারণ মানুষের বোঝা আরও বাড়বে। বিজেপি এবং তৃণমূল একই মুদ্রার এপিঠ-ওপিঠ। বিজেপি ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে টাকা তুলছে। কত টাকা তুলছে তার কোনো হিসেব নেই। কে টাকা দিচ্ছে কেউ জানে না। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের নামে ফান্ড তৈরি করে করোনার কথা বলে সেখানে টাকা তুলছেন। আর পশ্চিমবঙ্গে আমরা সারদা-নারদার লুটপাট দেখেছি। তিনি খেদের সঙ্গে বলেন, রাজনীতিকে এখন বেচাকেনার মাধ্যম করার চেষ্টা করা হচ্ছে। এই বিজেপি-কে আমরা এখানে বাড়তে দেব না। আর তৃণমূল কংগ্রেসকে না সরালে বিজেপি-কে সরানো যাবে না। তাই তৃণমূল এবং বিজেপি দু’দলকেই সরাতে হবে।
তিনি বলেন, দিল্লিতে গত তিন মাস ধরে লাখ লাখ কৃষক, আমাদের অন্নদাতা মোদীর তৈরি করা কৃষির কালা আইন প্রত্যাহার করার জন্য লড়াই করছেন। আড়াইশো কৃষক শহিদ হয়েছেন। মোদী তাঁদের ওপর লাঠি-টিয়ারগ্যাস চালাচ্ছেন। তাঁদের উপর অত্যাচার করা হচ্ছে। কিন্তু তাঁরা অনড়। তাঁরা জানিয়েছেন আইন প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চলবে। কৃষকদের সংযুক্ত মোর্চার এই আন্দোলন যেমন লড়াই করছে দিল্লিতে, তেমনি এখানে বামফ্রন্ট, কংগ্রেস এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ঐক্যবদ্ধভাবে সংযুক্ত মোর্চা হিসেবে লড়াই করে পরিবর্তন আনবে। এটা রাজনৈতিক লড়াই। এই লড়াই না জিতে আমরা থামব না। দেশের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টিকারী দেশদ্রোহী বিজেপি এবং স্বৈরাচারী তৃণমূল কংগ্রেসকে এখানে পরাজিত করে সংযুক্ত বাংলা মোর্চা এখানে ধর্মনিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করবে। গণতন্ত্র ধ্বংস রুখে, দুর্নীতির অবসান ঘটাবে।