৫৮ বর্ষ ২৯ সংখ্যা / ৫ মার্চ, ২০২১ / ২০ ফাল্গুন, ১৪২৭
বুথে বুথে সংযুক্ত মোর্চার নির্বাচনী সংগঠন গড়ে তুলতে হবে
বিমান বসু
ব্রিগেড ময়দানে আলোচনারত বিমান বসু এবং সীতারাম ইয়েচুরি।
নির্বাচনে সাফল্যকে সুনিশ্চিত করতে বুথে বুথে সংযুক্ত মোর্চার নির্বাচনী সংগঠন গড়ে তুলুন। বাড়ি বাড়ি প্রচারের কাজ নিবিড়ভাবে সম্পন্ন করুন। ২৮ ফেব্রুয়ারি ব্রিগেড সমাবেশে এই আহ্বানই রেখেছেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। তিনি বলেন, যেভাবে তৃণমূল এবং বিজেপি’র তরজা চলছে, যেভাবে আমাদের রাজ্যের মানুষের মনকে বিষিয়ে দিচ্ছে, যেভাবে সংবিধানকে অবমাননা করছে, যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানুষের মধ্যে ঐক্য সংহতিকে ধ্বংস করছে তার বিরুদ্ধেই এই ব্রিগেড সমাবেশ। বামপন্থীরা, জাতীয় কংগ্রেস, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং অন্যান্য শক্তি ভূমিকা পালনের মধ্য দিয়ে যে পরিবেশ পরিস্থিতি এই নির্বাচনকে ঘিরে তৈরি করবে তাতে একদিকে থাকবে তৃণমূল, বিজেপি অন্যদিকে রাজ্যের মানুষ। সমাবেশে সভাপতিত্ব করেন বিমান বসু।
এদিনের সমাবেশকে অভূতপূর্ব বলে বর্ণনা করে বিমান বসু বলেন, সমাবেশে বামপন্থীরা আছে, জাতীয় কংগ্রেস আছে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আছে, বামফ্রন্টের সহযোগী অন্যান্য দল আছে। এইরকম সমাবেশ অতীতে ব্রিগেডে কেউ দেখেনি। আজকের সমাবেশে মাঠে এমন একটা জায়গা পাওয়া যাবে না যেখানে মানুষ নেই।