৫৮ বর্ষ ২৯ সংখ্যা / ৫ মার্চ, ২০২১ / ২০ ফাল্গুন, ১৪২৭
রাজ্যে সুশাসন ফেরাবে সংযুক্ত মোর্চা
মহম্মদ সেলিম
ব্রিগেড ময়দানে বলছেন মহম্মদ সেলিম।
সিপিআই(এম) নেতা মহম্মদ সেলিম সমাবেশে বলেন, এখানে একদিকে চলছে দলবদলের লড়াই আর ব্রিগেডে দিনবদলের লড়াই। এ রাজ্যে আমরা লড়েছিলাম শিল্পের জন্য কাজের জন্য। আর গত এক দশক ধরে তৃণমূল কংগ্রেস কিছুই করেনি। গত সাত বছর ধরে বিজেপি এরাজ্যে কোনো বিনিয়োগ নিয়ে আসতে পারেনি। বিজেপি কলকারখানা বেচে দিচ্ছে। এখানে দিদির লুট চলছে আর ওখানে মোদীর লুট। লুটেরা লুটেরা কে ধরে না। মধ্যপ্রদেশের ব্যাপমের অপরাধীদের সিবিআই ধরেনি। এখানেও তাই। কাল যারা তৃণমূলের ঝান্ডা ধরে লুট করেছে আজ তারা বিজেপি’র ঝান্ডা ধরেছে।
তিনি বলেন, আমরা বিভাজনের বিরুদ্ধে লড়াই করেছি। সিএএ, এনআরসি’র বিরুদ্ধে শাহিনবাগ থেকে পার্ক সার্কাস আমরা পথ হেটেছি। জেএনইউ, জামিয়া এবং আলিগড় যখন বিভাজনের চক্রান্তের বিরুদ্ধে পাশাপাশি হাঁটছিল তখন ওরা বলল ‘গোলি মারো সালো কো’। ওরা মানুষের পাশে থাকেনি।
মিডিয়ার ভূমিকা সম্পর্কে মহম্মদ সেলিম বলেন, ২০১৯-এর লোকসভা নির্বাচনের পর খবরের কাগজগুলো ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল লিখে ফেলেছিল। কিন্তু উনিশের পর ২০ সালে আমরা কোভিড পরিস্থিতিতে রুজি হারানো আক্রান্ত মানুষের পাশে দাঁড়ালাম। অনাহারের সময় আমরা শ্রমজীবী ক্যান্টিন খুলে মানুষের কাছে খাবার পৌঁছে দিলাম। তখন কেউ ছিলনা অসহায় মানুষের পাশে। আর এখন এই ভোটের মুখে দাঁড়িয়ে রাজ্যের তৃণমূল সরকার ৫ টাকায় খাবার পৌঁছে দিচ্ছে!
তিনি বলেন বিজেপি বলছে রাজ্যে অন্যায় বন্ধ করবে। তারা কি করছে? দেশজুড়ে যারা অন্যায় করছে তারা রাজ্যে অন্যায় বন্ধ করতে পারে! এবার সংযুক্ত মোর্চার সরকার রাজ্যের সুশাসন ফেরাবে।
তিনি বলেন, সংযুক্ত মোর্চার সরকার তৈরি হওয়ার পর লুটের টাকা ফেরত দেওয়া হবে। আপনারা হিসেব রাখুন। চোরেদের বাড়ি নিলাম করে গুনে গুনে ফেরত নেওয়া হবে। টেট সহ নিয়ম করে সমস্ত চাকরির পরীক্ষা নেওয়া হবে। শিল্প গড়া হবে। শুধু ব্রিগেডে লড়াই হবে না। লড়াইটা বুথে নিয়ে যেতে হবে। সংযুক্ত মোর্চার প্রার্থীদের বিজয়ী করতে হবে।