৫৮ বর্ষ ২৯ সংখ্যা / ৫ মার্চ, ২০২১ / ২০ ফাল্গুন, ১৪২৭
তৃণমূল-বিজেপি’কে জোট বেঁধে প্রতিহত করতে হবে
দেবলীনা হেমব্রম
ব্রিগেড সমাবেশে সিপিআই(এম) নেত্রী দেবলীনা হেমব্রম বলেন, পশ্চিমবঙ্গে যারা সোনার বাংলা গড়বে বলছে তারা বিজেপি থেকে তৃণমূল, তৃণমূল থেকে বিজেপি-তে যাওয়া আসা করছে। বড়ো বড়ো কথা বলছে আর ফুটানি করছে লোকের সামনে। তৃণমূলের উন্নয়নের দাবি সম্পর্কে তিনি বলেন, অঘ্রাণ মাসে ধান পাকার পর ইঁদুর যেমন ধান কেটে নিয়ে গর্তের ভিতরে রাখে তেমনি হচ্ছে তৃণমূল। এরা নির্বাচনের আগে মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে, বলছে উন্নয়ন করবে, কিন্তু নির্বাচনে জিতে গেলে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা সব ওই ইঁদুরের মতো নিজেদের পকেটে ঢোকাবে। ওরা আমাদের ভুল বোঝাচ্ছে।
বিজেপি’র বিভাজনের রাজনীতির সম্পর্কে তিনি বলেন, আমাদের সবারই রক্তের রঙ লাল। আমাদের আচরণ, ধর্ম, আমাদের নিজের কাছে। তাহলে কীসের বিভেদ? ভাগাভাগি কেন? আমারও যা দরকার আর একজন মানুষেরও তো সেই একই প্রয়োজন। তাই আমাদের একসাথে লড়তে হবে।
বামফ্রন্ট সরকারের শিল্পোদ্যোগ সম্পর্কে তিনি বলেন, আমাদের কল কারখানা গড়ার ভাবনা ছিল। কিন্তু উনি তা করতে দিলেন না। মুখ্যমন্ত্রী হওয়ার পর শিল্পের নাম করে সিঙ্গাপুরে সম্মেলন করলেন প্রচুর টাকা ব্যয় করে। আর পশ্চিম বাংলার মানুষকে কী দিলেন? কাঁচকলা। ছাত্র-যুবরা নবান্ন অভিযান করেছিলেন নবান্ন দখল করতে নয়, নিজেদের কাজের অধিকারের জন্য। তাদের একজনকে পিটিয়ে খুন করা হলো। কী অপরাধ ছিল বেকার ছেলে মেয়েদের? কলকারখানা থাকলে বেকারদের মরতে হতো না। মহিলাদের নবান্ন অভিযানেও ঘিরে রাখা হয়েছিল, আমাদের কথা বলতে দেওয়া হয়নি।
মমতা ব্যানার্জির বিজেপি-সখ্যর কথা উল্লেখ করে তিনি বলেন, উনি বিজেপি-কে রুখবেন কী করে? উনি তো বিজেপি’র সঙ্গে ঘর করেছেন। ওনাকে কীসের বিশ্বাস?
বিজেপি সম্পর্কে তিনি বলেন, আমাদের ভুলে গেলে চলবে না বিজেপি আর তৃণমূল এই দু’টো ফুল একই। একটিকেও আমাদের রাজ্যে ফুটতে দেওয়া যাবে না। জোট বেঁধে এদের প্রতিহত করতে হবে। এরা নারী নির্যাতন করছে। এদের পরাস্ত করতে হবে। রক্ত দেব কিন্তু মাথা নত করব না।