E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৫৮ বর্ষ ২৯ সংখ্যা / ৫ মার্চ, ২০২১ / ২০ ফাল্গুন, ১৪২৭

খেলা নয়, দেশের গরিব মানুষের জীবন-জীবিকার স্বার্থে লড়াই হবে

মনোজ ভট্টাচার্য


আরএসপি’র সর্বভারতীয় সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য বলেন, ইদানীংকালে শোনা যাচ্ছে খেলা হবে। আজকের এই সমাবেশ প্রমাণ দিচ্ছে এইসব খেলা বন্ধ হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মাঝে মাঝেই উত্তরবঙ্গে যান। সেখানে ১০টি চা বাগান বন্ধ। প্রায় ২৫ হাজার শ্রমিক না খেয়ে দিন কাটাচ্ছেন। তাঁদের অধিকাংশই আদিবাসী, কিছু খ্রিস্টান সম্প্রদায়ের মানুষও আছেন। তাঁদের জন্য বিন্দুমাত্র অনুকম্পা দেখাননি রাজ্যের মুখ্যমন্ত্রী। চা শ্রমিকদের ছেলেমেয়েরা শিক্ষা, স্বাস্থ্যের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

তিনি বলেন, আমাদের দেশে যে সরকার চলছে, তারা মানুষে মানুষে ভাগ করতে চাইছে। তার ওপর শোষণ চাপিয়ে দিচ্ছে। রাজ্যের সরকারও কেন্দ্রের মতো স্বৈরাচারী কায়দায় চলছে। আমরা বলছি খেলা নয়, মানুষের জীবন-জীবিকা, রুটি-রুজি, স্বাস্থ্যের জন্য, মানুষের সম্মানজনক জীবনের জন্য লড়াই হবে। দেশের ১৩৭ কোটি মানুষ, সেখানে অল্প কয়েকজন পুঁজিপতি-কর্পোরেটের জন্য কেন্দ্র আইন প্রণয়ন করছে। কেন্দ্র যে সর্বনাশা কৃষি আইন এনেছে, তার বিরুদ্ধে মরণপণ লড়াই করছেন কৃষকরা। এই লড়াইয়ে তাঁরাই জিতবেন। তিনি আরও বলেন, আজ দেশে ধর্মের নামে অসহিষ্ণুতা ছড়া‍‌নো হচ্ছে। লকডাউনের সময়ে মানুষ যখন খেতে পাচ্ছিলেন না, তখন দেখা গেছে প্রধানমন্ত্রী ময়ূরকে দানা খাওয়াচ্ছেন। এরাজ্যের মুখ্যমন্ত্রী যেমন বিরোধীমুক্ত করার কথা বলেছেন, তেমনি প্রধানমন্ত্রী বলেছেন কংগ্রেসমুক্ত দেশের কথা। কেন্দ্রের বিরুদ্ধে কেউ প্রশ্ন করলেই তাকে ইউএপিএ-তে আটক করা হচ্ছে। আগামীদিন আরও জটিল পরিস্থিতি হবে। শাসকদল সংবাদমাধ্যমের একাংশকে কব্জা করছে। এসবের বিরুদ্ধে বিকল্প গড়তে আমরা বাম-গণতান্ত্রিক-ধর্মনিরপেক্ষ শক্তি ঐক্যবদ্ধ হয়েছি।