E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৫৮ বর্ষ ২৯ সংখ্যা / ৫ মার্চ, ২০২১ / ২০ ফাল্গুন, ১৪২৭

মানুষের জীবন-জীবিকার সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে হবে

স্বপন ব্যানার্জি


সিপিআই’র রাজ্য সম্পাদক স্বপন ব্যানার্জি সমাবেশে বলেন, ব্রিগেডের এই জনসমুদ্র বার্তা দিচ্ছে তৃণমূল-বিজেপি’র বিরুদ্ধে বাম-গণতান্ত্রিক-ধর্মনিরপেক্ষ শক্তিই একমাত্র বিকল্প। এই বিকল্পের মধ্য দিয়ে মানুষের রুটি-রুজির সংগ্রাম, ধর্মনিরপেক্ষতার আদর্শকে সুরক্ষিত করতে হবে। বর্তমানে কেন্দ্রের সরকার এই আদর্শকে জলাঞ্জলি দিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখে স্বনির্ভরতার কথা বললেও, বাস্তবে অন্যরূপ দেখা যাচ্ছে। তিনি আচ্ছে দিনের কথা বললেও, দেশের সম্পদ ও সম্পত্তি কর্পোরেট লুঠেরাদের কাছে বিকিয়ে দিচ্ছেন। পেট্রোল-ডিজেলের দাম আকাশছোঁয়া, অথচ সেদিকে লক্ষ্য নেই।

তিনি বলেন, এরাজ্যের সরকার মুখে ধর্মনিরপেক্ষতার কথা বলছে, অথচ বিজেপি যখন রাজ্যের ধর্মনিরপেক্ষতার আদর্শ বিনষ্ট করতে চাইছে, তখন তৃণমূল কংগ্রেস নিশ্চুপ থাকছে। এরা স্বৈরাচারী কায়দায় মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করছে। এদের রাজত্বে কৃষক, শ্রমিক, খেতমজুর, ছাত্র-যুব-মহিলারা নানাভাবে বঞ্চিত ও আক্রান্ত হচ্ছেন। এরা বিজেপি’র মতোই রাজ্যকে বিরোধীশূন্য করতে চায়। এদের বিরুদ্ধেই আমাদের লড়াই। রাজ্যের ধর্মনিরপেক্ষতার আদর্শ ও গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে আমরা বাম-গণতান্ত্রিক-ধর্মনিরপেক্ষ শক্তি একজোট হয়ে লড়াই করছি। এর মধ্য দিয়েই আমরা দেশ ও রাজ্যকে রক্ষা করব, মানুষের জীবন-জীবিকার সংগ্রামকে এগিয়ে নিয়ে যাবো। তিনি বলেন, সংযুক্ত মোর্চার যে মহাজোট তৈরি হয়েছে, সেই জোটই সাম্প্রদায়িক বিজেপি এবং স্বৈরাচারী তৃণমূলকে পরাস্ত করবে।