E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৫৮ বর্ষ ২৯ সংখ্যা / ৫ মার্চ, ২০২১ / ২০ ফাল্গুন, ১৪২৭

দেশের ধর্মনিরপেক্ষতার আদর্শকে রক্ষা করতে হবে

নরেন চ্যাটার্জি


সমাবেশে ফরওয়ার্ড ব্লক নেতা নরেন চ্যাটার্জি বলেন, এই বছরটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেতা‍‌জি সুভাষচন্দ্রের ১২৫তম জন্মবর্ষ। নেতাজি আমাদের এই কথাই শিখিয়ে গেছেন, ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ দেশ। এই ধর্মনিরপেক্ষতার আদর্শকেই আমাদের রক্ষা করতে হবে। আমাদের দেশের মানুষের জীবন-জীবিকার লড়াইকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি বলেন, স্বাধীনতা, গণতন্ত্র ও মুক্তির জন্য ধর্মনিরপেক্ষতা আমাদের একান্তই প্রয়োজন। এই ধর্মনিরপেক্ষতার আদর্শ থেকে দেশের ১৩০ কোটির বেশি মানুষ সরে যেতে পারে না। এখানে হিন্দু আছেন, মুসলিম আছেন, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষও আছেন। এদেশে যুগ যুগ ধরে ধর্মনিরপেক্ষতার আদর্শ রক্ষিত হয়ে আছে। কিন্তু বর্তমানে কেন্দ্রের শাসকদল এবং হিন্দুত্ববাদী শক্তি সেই ধর্মনিরপেক্ষতার আদর্শকে জলাঞ্জলি দিচ্ছে। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস স্বৈরাচারী কায়দায় মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করছে। তাই সাম্প্রদায়িক বিজেপি এবং স্বৈরাচারী তৃণমূলের বিরুদ্ধে লড়াই জারি রাখতে হবে। আজকের ব্রিগেড সমাবেশ তারই বার্তা দিচ্ছে।