৫৮ বর্ষ ২৯ সংখ্যা / ৫ মার্চ, ২০২১ / ২০ ফাল্গুন, ১৪২৭
দেশ এবং রাজ্যকে বাঁচাতে জয়ী করুন সংযুক্ত মোর্চাকে
ভূপেশ বাঘেল
কংগ্রেস নেতা এবং ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ব্রিগেড সমাবেশ থেকে সংযুক্ত মোর্চাকে জয়ী করার আহ্বান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুদিন আগেই পশ্চিমবঙ্গে এসেছিলেন। তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে পরাক্রম দিবস হিসেবে পালন করার কথা বলেছিলেন। কিন্তু প্রধানমন্ত্রীজি, ইতিহাসের পাতা উলটে দেখুন যে সময় নেতাজির আজাদ হিন্দ ফৌজ লড়াই করছিল, সেসময় আপনার সাভারকর, শ্যামাপ্রসাদ ব্রিটিশ ফৌজের সেনার জোগান দিচ্ছিলেন। আপনারা নেতাজির উত্তরাধিকারী নন। আমরা যাঁরা এই ময়দানে আছি তাঁরাই নেতাজির প্রকৃত উত্তরাধিকারী। তিনি বলেন, বিজেপি নেতারা গোটা দেশে বিভাজনের রাজনীতি করছেন, সাম্প্রদায়িক ঘৃণার বীজ বুনছেন। বাংলার মাটিতেই সমাজ সংস্কার আন্দোলন শুরু হয়। এই মাটিতেই স্বাধীনতার লড়াই হয়েছে। তাই দেশ এবং বাংলাকে বাঁচাতে হবে। এই শক্তিকে পরাস্ত করতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার আগে বলেছিলেন দেশকে বিক্রি হতে দেব না। কিন্তু এখন দেশের রেলওয়ে স্টেশন, এয়ারপোর্ট সহ সমস্ত রাষ্ট্রায়ত্ত কারখানা বিক্রি করে দেওয়া হচ্ছে। এসব রুখতে হবে। তাই কৃষকের ধানের দাম পেতে হলে, মহিলাদের সম্মান রক্ষার জন্য, যুবকদের চাকরির জন্য সংযুক্ত মোর্চার ওপর ভরসা রাখুন। জয়ী করুন সংযুক্ত মোর্চাকে।