E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৫৮ বর্ষ ২৯ সংখ্যা / ৫ মার্চ, ২০২১ / ২০ ফাল্গুন, ১৪২৭

মমতার সরকারকে বাংলা থেকে উৎখাত করবই

আব্বাস সিদ্দিকি


বাংলার স্বাধীনতা কেড়েছে, বাংলার অধিকার কেড়েছে মমতা। বাংলার মানুষ মমতার দুর্নীতিতে অতিষ্ঠ, তাঁর ওপর ক্ষিপ্ত। ব্রিগেড সমাবেশে এই কথা বলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতা আব্বাস সিদ্দিকি। তিনি বলেন, আন-এইডেড মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকারা, মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকারা, সিভিক ভলান্টিয়াররা, এমনকি পুলিসরাও এই আমলে বিপদে রয়েছেন। তৃণমূলের দাদাগিরিতে কেউ কথা বলতে পারেন না। একটা ধর্ষণের জন্য ২ লক্ষ টাকা মূল্য নির্ধারণ করেছেন এই মমতা। গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট করো, মমতা ব্যানার্জির দাদাগিরি দেখিয়ে দেব। বিজেপি সরকার এবং বিজেপি সরকারের বি টিম মমতাকে বাংলা থেকে উৎখাত করে ছাড়ব।

আব্বাস সিদ্দিকি বলেন, আমরা গণতন্ত্র বাঁচাব। যুবকদের কাজ দেব। প্রত্যেকের পেটে ভাতের ব্যবস্থা করব। আমরা শিল্প তৈরি করব। সংবিধান যে শিক্ষা-স্বাস্থ্য-অন্নের অধিকার দিয়েছে তার ব্যবস্থা করব। আমরা ভারতীয়, আমরা গর্বিত। ভিক্ষা নয়, অধিকার চাই। ভারতবর্ষ জিন্দাবাদ, মহাজোট জিন্দাবাদ।

জোট প্রসঙ্গে আব্বাস সিদ্দিকি বলেন, বামপন্থীরা মানুষের মনোভাব বুঝে, মানুষের স্বার্থে সদিচ্ছা দেখিয়ে, ত্যাগ স্বীকার করে আমাদের ৩০টি আসন দিয়েছেন। আমার অত্যন্ত ভালোবাসার মানুষ মহম্মদ সেলিম সাহেব, বিমানদা, বামপন্থী শরিক দলগুলির প্রত্যেকটা কর্মীকে, দায়িত্বশীল ব্যক্তিকে আমার শুভেচ্ছা। এই ব্রিগেডের মঞ্চ থেকে আমরা প্রত্যেকটা বাঙালি, প্রত্যেকটা ভালোবাসার মানুষকে বলব, যেখানে বাম এবং বাম শরিক দল প্রার্থী দেবে সেখানে তাঁদের আমরা ভোট দেব।