৬০ বর্ষ ৩৮ সংখ্যা / ৫ মে, ২০২৩ / ২১ বৈশাখ, ১৪৩০
রাজ্যে যথাযোগ্য মর্যাদায় পালিত ঐতিহাসিক মে দিবস
নিজস্ব সংবাদদাতাঃ ১ মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে রাজ্যে। এই দিনটিকে কেন্দ্র করে জেলায় জেলায় ছোটো বড়ো কলকারখানায়, সিপিআই(এম) দপ্তরগুলিতে, বিভিন্ন শ্রমিক সংগঠন ও ইউনিয়ন অফিসে রক্ত পতাকা উত্তোলন, শহিদ বেদিতে মাল্যদান ইত্যাদি হয়েছে। এছাড়াও মিছিল, প্রকাশ্য সমাবেশ, পথসভা, আলোচনা সভা, রক্তদান শিবির প্রভৃতি বিভিন্ন কর্মসূচি সংগঠিত হয়েছে রাজ্যজুড়ে।
মে দিবস উপলক্ষে কেন্দ্রীয় সমাবেশ হয়েছে কলকাতার শহিদ মিনার ময়দানে। বামপন্থী শ্রমিক সংগঠন ও ফেডারেশন সমূহের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় এই সমাবেশ। এই সমাবেশে সিআইটিইউ’র সর্বভারতীয় সাধারণ সম্পাদক তপন সেন বলেন, যেখানেই ঐক্যবদ্ধ লড়াই গড়ে তোলা যাচ্ছে, সেখানেই শ্রমিকরা রুখে দিতে পারছেন শাসকের আক্রমণ। তিনি বলেন, শ্রমিকরাই দেশের উৎপাদন করে থাকে, অর্থনীতিকে টিকিয়ে রাখে। ঐক্যবদ্ধ লড়াই করলে শ্রমিকদের জয় নিশ্চিত।
সমাবেশে সিআইটিইউ পশ্চিমবঙ্গ কমিটির সাধারণ সম্পাদক অনাদি সাহু শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মূল প্রস্তাব উত্থাপন করেন। পশ্চিমবঙ্গে শ্রমিকদের অধিকার, বেকারদের কাজের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, যেভাবে দুর্নীতি চলছে তার নিন্দা করে রাজ্যে এসবের বিরুদ্ধে যে গণ আন্দোলন চলছে তার প্রতি সমর্থন জানানো হয়েছে। এছাড়াও প্রস্তাবে রাজ্যে বিভাজনের কৌশলকে বানচাল করে শ্রমিক-কৃষক মৈত্রী দৃঢ় করে, যৌথ ট্রেড ইউনিয়ন আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান জানানো হয়েছে। এদিনের সমাবেশ থেকে ঘোষণা করা হয়েছে, আগামী ৯ আগস্ট কলকাতায় বিশাল শ্রমিক সমাবেশ হবে।