E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৫৯ বর্ষ ১২ সংখ্যা / ৫ নভেম্বর, ২০২১ / ১৮ কার্ত্তিক, ১৪২৮

উপনির্বাচনে দেশজুড়ে বড়ো ধাক্কা খেল বিজেপি


নিজস্ব সংবাদদাতাঃ দেশের বিভিন্ন প্রান্তে সদ্য অনুষ্ঠিত উপনির্বাচনে বড়ো বিপর্যয়ের মুখে পড়েছে শাসকদল বিজেপি। হিমাচল ও কর্ণাটকের মতো বিজেপি-শাসিত রাজ্যেও নির্বাচনে বিশাল ধাক্কা খেয়েছে বিজেপি। ২ নভেম্বর দেশের ১৫ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৩টি লোকসভা ও ৩০টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা হয়েছে। নাগাল্যান্ডের একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়নি, বাকি উপনির্বাচনের ফলাফলে স্পষ্ট, বিজেপি তিনটি লোকসভা আসনের মধ্যে একটি মাত্র আসন ধরে রাখতে পেরেছে। বাকি দু’টির একটি ছিনিয়ে নিয়েছে কংগ্রেস,অন্যটি বিজেপি’র একদা শরিক শিবসেনা। বিধানসভা কেন্দ্রগুলির উপনির্বাচনে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে ভালো ফল করলেও, উত্তর ভারতের বিজেপি-শাসিত দুই রাজ্য হিমাচল প্রদেশ ও হরিয়ানায় নরেন্দ্র মোদি-অমিত শাহের দল প্রবলভাবে পর্যুদস্ত হয়েছে। পশ্চিমবঙ্গেও বিজেপি ধরাশায়ী হয়েছে। এখানে গত বিধানসভা নির্বাচনে জেতা শান্তিপুর ও দিনহাটা আসন দু’টি এবারে খোয়াতে হয়েছে। এই রাজ্যে ৪টি উপনির্বাচনেই জয়ী হয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস।

বিজেপি-শাসিত হিমাচল প্রদেশে বিজেপি সবচেয়ে বেশি রাজনৈতিক আঘাত পেয়েছে। রাজ্যের মান্ডু লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের পত্নী প্রতিভা সিং। তিনি প্রায় সাড়ে সাত হাজারেরও বেশি ভোটে বিজেপি প্রার্থীকে পরাজিত করেছেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে ৪ লক্ষেরও বেশি ভোটে জয়ী হয়েছিল বিজেপি।

অন্যদিকে কেন্দ্রীয়শাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলি আসনে ৫১ হাজারের বেশি ভোটে বিজেপি প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছেন শিবসেনা প্রার্থী কলাবেন দেলকার।

তিনটি লোকসভা আসনের মধ্যে বিজেপি'র শক্ত ঘাঁটি বলে পরিচিত মধ্যপ্রদেশের খান্ডোয়া আসনটি ধরে রাখতে পেরেছে বিজেপি। তবে গত লোকসভা নির্বাচনে ২ লক্ষ ৭৩ হাজার বেশি ভোটে জেতা এই আসনে এবার সেই ব্যবধান কমে দাঁড়িয়েছে ৮০ হাজারে।

বিধানসভার উপনির্বাচনেও বিজেপি জোর ধাক্কা খেয়েছে হিমাচল প্রদেশ,রাজস্থান,কর্ণাটক ও হরিয়ানায়। হিমাচল প্রদেশে মান্ডু লোকসভার সাথে তিনটি বিধানসভা আসনেও নির্বাচন হয়েছিল। তিনটি বিধানসভা কেন্দ্রেই কংগ্রেসের কাছে পরাজিত হয়েছেন বিজেপি প্রার্থী। অরকি ও ফতেপুর দু’টি আসন নিজেদের দখল রাখার পাশাপাশি জুববাল কোটখাই আসনটি বিজেপি’র কাছ থেকে ছিনিয়ে আনতে সক্ষম হয়েছে কংগ্রেস।

কর্ণাটকে দু’টি আসনের মধ্যে হাঙ্গাল কেন্দ্রটি এবার বিজেপি’র কাছ থেকে ছিনিয়ে নিয়েছে কংগ্রেস। সিন্দগি আসনে জিতেছে বিজেপি।

রাজস্থানেও খুবই খারাপ ফল করেছে বিজেপি। রাজ্যের বল্লভনগর বিধানসভা আসনটি কংগ্রেস নিজেদের দখলে রাখার পাশাপাশি বিজেপি’র কাছ থেকে ধারিওয়াড় আসনটি ছিনিয়ে নিয়েছে। এই দু’টি আসনেই বিজেপি যথাক্রমে ৪ ও ৩ নম্বর স্থানে নেমে গেছে।

হরিয়ানার এলানাবাদ কেন্দ্রে আইএনএলডি’র সাধারণ সম্পাদক অভয় সিং চৌতালা বিজেপি’কে হারিয়ে জয়লাভ করেছেন। এই কেন্দ্রে বিজেপি’র পরাজয় বিশেষ তাৎপর্যপূর্ণ। হরিয়ানায় কেন্দ্রের তিন কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে তিনি বিধায়ক পদ থেকে পদত্যাগ করেন। সেই এলানাবাদ কেন্দ্রেই তিনি এবারে বিজেপি’কে হারিয়ে দিয়েছেন। তাঁর এই জয়কে চলমান কৃষক আন্দোলনের জয় বলে মনে করছে রাজনৈতিক মহল। বিহারে দু’টি আসনেই জয়ী হয়েছে জেডিইউ। তারাপুর আসনে খুবই কম ভোটের ব্যবধানে আরজেডি প্রার্থী পরাজিত হয়েছেন।

অন্ধ্রপ্রদেশে বাদভেল আসনে ওয়াইএসআর কংগ্রেস প্রার্থী ৯০ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থীকে পরাজিত করেছেন। অপরদিকে তেলেঙ্গানায় হুজুরবাদ আসনটি টিআরএস’র কাছ থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি।

আসামের ৫টি আসনের উপনির্বাচনের ফলাফল গেছে ক্ষমতাসীন বিজেপি জোটের পক্ষে। এখানে তামুলপুর ও গোঁসাইগাঁও আসন দু’টি পেয়েছে জোট শরিক ইউপিপিএল। এছাড়া উজানি আসামের থাওরা,মরিয়ানি এবং ভবানীপুর আসনে জয়ী হয়েছে বিজেপি।

উত্তর-পুবের রাজ্যগুলির মধ্যে মিজোরামের একটি আসনে এমএনএফ, মেঘালয়ের তিন আসনে শাসকজোট এনপিপি-ইউডিপি জয়ী হয়েছে। নাগাল্যান্ডের একটি আসন পেয়েছে শাসকদল এনডিপিপি।

পেট্রোল-ডিজেল সহ অত্যাবশ্যকীয় পণ্যসামগ্রীর আকাশছোঁয়া মূল্য বৃদ্ধি এবং কেন্দ্রের সর্বনাশা তিন কৃষি আইনের বিরুদ্ধে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশের ফলে এই রায় বলে রাজনৈতিক মহলের ধারণা। সংযুক্ত কিষান মোর্চা বলেছে, হরিয়ানা, হিমাচল প্রদেশে বিজেপি’র ফলই বলে দিচ্ছে বিজেপি’র ভবিষ্যৎ কী।