৫৯ বর্ষ ১২ সংখ্যা / ৫ নভেম্বর, ২০২১ / ১৮ কার্ত্তিক, ১৪২৮
কমরেড প্রমীলা পান্ধে-র জীবনাবসান
নিজস্ব সংবাদদাতাঃ মহিলা ও শ্রমিক আন্দোলনের প্রবীণ নেত্রী কমরেড প্রমীলা পান্ধের জীবনাবসান হয়েছে ৩১ অক্টোবর। তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি ছিলেন বিশিষ্ট কমিউনিস্ট নেতা এবং সিআইটিইউ’র প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড এম কে পান্ধের স্ত্রী। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটি। প্রয়াত নেত্রীর দুই নাতনি সহ পরিবারের অন্য সদস্যদের প্রতিও সমবেদনা জানিয়েছে পার্টি। ১ নভেম্বর দিল্লিতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
তিনি ১৯২৭ সালের ২৬ নভেম্বর মহারাষ্ট্রের ভুসওয়ালে জন্মগ্রহণ করেন। তিনি মহাত্মা গান্ধীর নেতৃত্বে লবণ সত্যাগ্রহে ও ভারত ছাড়ো আন্দোলনে অংশ নেন। ১৯৪৬ সালে এআইএসএফ-এ অংশ নেন। ১৯৪৮ সালে তিনি কমিউনিস্ট পার্টির সদস্যপদ অর্জন করেন। তিনি তাঁর রাজনৈতিক জীবনে বেশ কয়েকবার গ্রেপ্তারবরণ করেছেন।
সিআইটিইউ এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকেও কমরেড প্রমীলা পান্ধের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। কমরেড পান্ধের দীর্ঘ সংগ্রামী জীবনের কথা উল্লেখ করে সিআইটিইউ এক শোকবার্তায় বলেছে, শ্রমিকশ্রেণির লড়াই আন্দোলনে তিনি দীর্ঘদিন সক্রিয় ভূমিকা পালন করে গেছেন।
গণতান্ত্রিক মহিলা সমিতিও শোকবার্তায় সমাজতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ের তাঁর দায়বদ্ধতা, গভীর বিশ্বাস ও আস্থার কথা উল্লেখ করেছে।