৫৮ বর্ষ ৫১ সংখ্যা / ৬ আগস্ট, ২০২১ / ২০ শ্রাবণ, ১৪২৮
রাজ্যে যথাযথ মর্যাদায় পালিত কমরেড মুজফ্ফর আহ্মদের জন্মদিবস
কাকাবাবুর জন্মদিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিমান বসু। মঞ্চে সূর্য মিশ্র সহ নেতৃবৃন্দ।
নিজস্ব প্রতিনিধিঃ ভারতে কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃৎ কমরেড মুজফ্ফর আহ্মদ (কাকাবাবুর) ১৩৩তম জন্মদিবস ৫ আগস্ট রাজ্যে যথাযথ মর্যাদায় উদ্যাপিত হয়েছে। এদিন সকালে সিপিআই(এম) রাজ্য দপ্তর মুজফ্ফর আহ্মদ ভবনে কাকাবাবুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান পার্টির পলিট ব্যুরো সদস্য বিমান বসু, রাজ্য সম্পাদক সূর্য মিশ্র, পলিট ব্যুরো সদস্য মহম্মদ সেলিম সহ পার্টি ও গণসংগঠনের নেতৃবৃন্দ। পার্টির রাজ্য দপ্তর সংলগ্ন গণশক্তি প্রিন্টার্সে কাকাবাবুর আবক্ষ মূর্তিতেও মালা দিয়ে শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ। এর আগে সকাল সাড়ে আটটায় গোবরা কবরস্থানে কাকাবাবুর সমাধিক্ষেত্রে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মহম্মদ সেলিম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অন্যান্য বছরের মতো এবারেও বিকেল পাঁচটায় প্রমোদ দাশগুপ্ত সভাগৃহে কোভিড বিধি মেনেই কাকাবাবুর জন্মদিবস উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সভাপতিত্ব করেন বিমান বসু। বক্তব্য রাখেন সূর্য মিশ্র ও মহম্মদ সেলিম। এই অনুষ্ঠানে এবারে মুজফ্ফর আহ্মদ স্মৃতি পুরস্কারে ভূষিত স্নিগ্ধেন্দু ভট্টাচার্য এবং মধুশ্রী বন্দ্যোপাধ্যায়ের হাতে স্মারক পুরস্কার তুলে দেওয়া হয়। প্রসঙ্গত, ‘মিশন বেঙ্গল: এ স্যাফ্রন এক্সপেরিমেন্ট’ বইটির জন্য স্নিগ্ধেন্দু ভট্টাচার্য এবং ‘প্রাগিতিহাস : ভারতবর্ষে পরিধান ও জাতিগোষ্ঠী গঠন’ বইটির জন্য মধুশ্রী বন্দ্যোপাধ্যায় পুরস্কৃত হন। এই পুরস্কার প্রদান করেন মৃদুল দে। এই অনুষ্ঠান সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হয়।
এদিন সকালে সল্টলেকে ন্যাশনাল বুক এজেন্সি ভবনে, পার্টির রাজ্য দপ্তর এবং গণশক্তি ভবনে মুজফ্ফর আহ্মদ পাঠাগারে শ্রদ্ধা নিবেদিত হয়।
এদিন রাজ্যের বিভিন্ন প্রান্তেও প্রতিকৃতিতে মাল্যদান সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কাকাবাবুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।