E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৫৮ বর্ষ ৫১ সংখ্যা / ৬ আগস্ট, ২০২১ / ২০ শ্রাবণ, ১৪২৮

বিজেপি’র বিপদ রুখতে সংসদের ভিতর বিরোধী ঐক্য জোরদার করার লক্ষ্যে দিল্লিতে বিরোধী বৈঠক


নিজস্ব সংবাদদাতাঃ বিজেপি-আরএসএস-এর সর্বাত্মক বিপদকে রুখতে কংগ্রেস দলের উদ্যোগে ৩ আগস্ট দিল্লিতে ১৭টি বিরোধী দলের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের আহ্বায়ক কংগ্রেস নেতা এবং সাংসদ রাহুল গান্ধী বলেছেন, বিরোধীরা যত বেশি ঐক্যবদ্ধ হবে ততো তাদের দমিয়ে রাখতে ব্যর্থ হবে বিজেপি-আরএসএস।

বৈঠকে উপস্থিত সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সাংসদ এলাসারাম করিম আলোচনায় অংশ নিয়ে জানিয়েছেন, আমরা বিরোধীরা এখানে নির্বাচনী জোট করতে আলোচনায় বসিনি। বিজেপি’র বিপদ এখন সর্বস্তরে; বিজেপি’র শাসনে গণতন্ত্রের প্রতিটি স্তর এখন আঘাতপ্রাপ্ত। সাংবিধানিক রীতিনীতি, প্রতিষ্ঠানগুলি এখন বিপদের মুখে। জনগণ সবদিক দিয়ে আক্রান্ত। অস্বাভাবিক মূল্য বৃদ্ধি মানুষের জীবনকে দূর্বিষহ করে তুলেছে; শ্রমকোড এবং তিন কৃষি বিলের আঘাতে বিপদের মুখে দে‍শের শ্রমিক এবং কৃষকরা। তিনি অভিযোগ করেন, সবদিক দিয়ে ব্যর্থ হয়েছে কেন্দ্রের বিজে‍‌পি সরকার। সবক্ষেত্রে ব্যর্থ কেন্দ্রের মোদী সরকার। এই বিপদ রুখতেই বিরোধীদের ঐক্যবদ্ধ হবার জন্য তিনি আহ্বান জানান। এই বিপদকে রোখাই এই মুহূর্তের প্রধান কাজ বলে তিনি উল্লেখ করেছেন। সিপিআই(এম) সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যও বৈঠকে উপস্থিত ছিলেন।

রাহুল গান্ধীসহ বৈঠকে উপস্থিত কংগ্রেস সাংসদরা জানিয়েছেন, অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, করোনা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থতা, ভ্যাকসিন বণ্টনে অপদার্থতার পাশাপাশি পেগাসাস নিয়ে সংসদের ভিতরে কেন্দ্রীয় সরকারকে আরও কোণঠাসা করতেই বিরোধী ঐক্য গড়ে তোলার উদ্যোগ নিয়েছে কংগ্রেস। এই ঐক্য অত্যন্ত জরুরি বলেই কংগ্রেস মনে করে।

বিভিন্ন বিরোধী দলের শতাধিক সাংসদ বৈঠকে উপস্থিত ছিলেন।