E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৫৮ বর্ষ ৫১ সংখ্যা / ৬ আগস্ট, ২০২১ / ২০ শ্রাবণ, ১৪২৮

নির্ব্বাচনী সংগ্রাম ও মুজফ্‌ফর আহ্‌মদ


নির্ব্বাচনে বৈপ্লবিক আদর্শ স্থাপন করুন

মনে রাখিবেন আমরা গরীবের পার্টিঃ সংযম শৃঙ্খলার কথা ভুলিবেন না


আইন সভার নির্ব্বাচনের তারিখ ঘনিয়ে এসেছে এবং এবারই কমিউনিস্ট পার্টি প্রথম খোলাখুলিভাবে নির্ব্বাচনে নেমেছে। ১৯৩৭ সালে পার্টির তরফ থেকে দু’জন প্রার্থী নির্ব্বাচনে দাঁড়িয়ে সফলকাম হয়েছিল। কিন্তু তখন পার্টি ছিল বে-আইনী। তাই পার্টির নাম করে কোনোরকম প্রচার করা যদিও তখন সম্ভবপর হয়নি তবুও সে নির্ব্বাচনও পার্টিরই নির্ব্বাচন ছিল। আমাদের আর অন্য পার্টিদের নির্ব্বাচনের কাজের ধারায় যে একটা মস্তবড় তফাত ছিল সেটি নিশ্চয়ই তখনকার দিনের পার্টি সভ্য ও দরদীদের চোখে পড়েছে। আমাদের পার্টি মজুর-কৃষকদের পার্টি। শৃঙ্খলাবোধ আমাদের গৌরব। বৈপ্লবিক প্রেরণা দ্বারা চালিত হয়ে আমরা সুশৃঙ্খলভাবে খেটেছি। তাতে আমাদের কাজ এগিয়ে গেছে অনেক বে‍‌শি, কিন্তু খরচ হয়েছে অনেক কম, এত কম যে অন্য পার্টিদের নির্ব্বাচনের খরচের সাথে তার কোনো তুলনাই চলতে পারে না। অন্য পার্টিদের হয়ে যাঁরা নির্ব্বাচনে খাটেন তাঁরা বেশ দরাজ হাতে খরচ করেন। এটা একটা রেওয়াজের মধ্যেই গণ্য হয়ে গেছে। তাঁদের পক্ষে নির্ব্বাচনে দাঁড়ানো মানেই হচ্ছে কাজে অকাজে হাজার হাজার টাকা ব্যয়। আমরা গরিবের পার্টি, ততো টাকা খরচের কথা আমরা কল্পনাতেও আনতে পারিনে। ভোট দেওয়ার দিন এই কথাটি যেন আমাদের প্রত্যেক পার্টি সভ্য ও পার্টি দরদী মনে রাখেন।

আমরা এবারে ১৯টি আসনে দাঁড়িয়ে‍‌ছি। ভোটের দিনে আমাদের হাজার হাজার পার্টি সভ্য ও দরদীদের নির্ব্বাচন কেন্দ্রে হাজির থাকতে হবে। কেউ পোলিং এজেন্ট হবেন, আবার কেউ অন্যভাবে সাহায্য করবেন। আমাদের একান্ত অনুরোধ এই যে, সেদিন যেন প্রত্যেক কমরেড নিজেই নিজের খরচ বহন করেন। এতে ব্যক্তিগতভাবে কমরেডদের তেমন কোনো অসুবিধায় পড়তে হবে না, কিন্তু পার্টি একটা মোটা খরচের হাত থেকে বেঁচে যাবে। ধনী লোকেরা যখন নির্ব্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তখন তাঁরা খুব খাইয়ে দেন। কিন্তু আমাদের নির্ব্বাচন ধনিক নির্ব্বাচন নয়। সেইরকম খরচ করা কমিউনিস্ট পার্টির কাছ থেকে আমাদের কমরেডরা নিশ্চয়ই আশা করেন না। এই নির্ব্বাচনের কাজের ভিতর দিয়েও যেমন আমরা একটা বৈপ্লবিক আদর্শ স্থাপন করি, বৈপ্লবিক সংযম ও শৃঙ্খলার কথা যেন আমরা এক মুহূর্তের জন্যেও ভুলে না যাই।


মুজফ্‌ফর আহ্‌মদ
‘স্বাধীনতা’, ১৫ই মার্চ ১৯৪৬, ১ম বর্ষ ৮১ সংখ্যা

(বানান অপরিবর্তিত)