E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৬০ বর্ষ ২১ সংখ্যা / ৬ জানুয়ারি, ২০২৩ / ২১ পৌষ, ১৪২৯

আড়িয়াদহে ‘দেশহিতৈষী’ পত্রিকার বোর্ড উদ্বোধন


‘দেশহিতৈষী’র বোর্ড উদ্বোধন করে বক্তব্য রাখছেন পলাশ দাশ।

নিজস্ব সংবাদদাতাঃসিপিআই(এম) আড়িয়াদহ-দক্ষিণেশ্বর এরিয়া কমিটির উদ্যোগে তৈরি, আড়িয়াদহের কোয়ার্টার বাজারে অবস্থিত এরিয়া দপ্তরের পাশে ‘দেশহিতৈষী’ পত্রিকা লাগানোর একটি বোর্ডের আবরণ উন্মোচন হলো ৩ জানুয়ারি। এদিন সন্ধ্যায় এর উদ্বোধন করেন সিপিআই(এম) রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য ও ‘দেশহিতৈষী’ পত্রিকার সম্পাদক পলাশ দাশ। এই উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় উদ্যোক্তা ও উপস্থিত সবাইকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘দেশহিতৈষী’ পত্রিকা লাগানোর জন্য বোর্ডের ব্যবস্থা রাজ্যের মধ্যে প্রথম সংগঠিত হলো এখানে। অর্থনৈতিক ও অন্যান্য দাবি দাওয়া নিয়ে আন্দোলনের পাশাপাশি রাজনৈতিক আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আদর্শগত মুখপত্র ‘দেশহিতৈষী’ পার্টি কর্মীদের মানকে উন্নত করবে। বর্তমান সময়ে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ে আরও বেশি রাজনৈতিক সচেতন হয়ে মতাদর্শগত আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে ‘দেশহিতৈষী’ উপযুক্ত ভূমিকা পালন করবে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ পার্টি নেতা গোবিন্দ গাঙ্গুলি, পার্টির এরিয়া কমিটির সম্পাদক বিশ্বেশ্বর ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আবরণ উন্মোচন করার পরে এরিয়া কমিটি আহুত একটি সাধারণ সভাতে ‘আরএসএস এবং সাম্প্রদায়িকতার বিপদ’ শীর্ষক বিষয়ে আলোচনা করেন পলাশ দাশ।