E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৬০ বর্ষ ২১ সংখ্যা / ৬ জানুয়ারি, ২০২৩ / ২১ পৌষ, ১৪২৯

ব্যাঙ্গচিত্র ও ছড়া


।। ধানে পোকা ।।

দুর্নীতি যা ঘটছে দেখে বুঝে, কারে পড়ে বলছেন প্রভু-পার * -
‘‘ধান নাশে - এক পোকা একশো। আশু কাজ নির্মূল তার।’’
পোকা বলে, ‘‘ক’টা পোকা বাছবেন? গোটা গোলা পোকাদের ঠাঁই।
নাশকালে বিধিদানে, সতর্কনে ভরসার নাই।’’
গম্ভীর প্রভু-পার - পোকা বাছা কাজ নিয়ে তিনি জেরবার।

শুভংকর চক্রবর্তী

ব্যাঙ্গচিত্রঃ অনুপ ভৌমিক
______________________________
* যে প্রভু সকলের পার করার, উন্নয়ন করার কথা বলেন।