৬১ বর্ষ ৯ সংখ্যা / ৬ অক্টোবর, ২০২৩ / ১৮ আশ্বিন, ১৪৩০
মহম্মদ সেলিমের প্রতিবাদ
দিল্লিতে নিউজক্লিক দপ্তরে পুলিশি হানা এবং প্রবীর পুরকায়স্থ সহ সংবাদ মাধ্যমের কর্মীদের গ্রেফতারের ঘটনায় সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন, ভিন্ন স্বরের কণ্ঠরোধ করার এই ঘটনা গণতন্ত্রবিরোধী। কেন্দ্রীয় সরকারের এই সমস্ত পদক্ষেপের জন্যই সংবাদপত্রের স্বাধীনতার সূচকে ভারতের অবস্থান একেবারে নিচের দিকে। ভারতে এখন অঘোষিতভাবে জরুরি অবস্থা-২ জারি রয়েছে।
৪ অক্টোবর কলকাতায় মুজফ্ফর আহ্মদ ভবনে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, দিল্লিতে সংবাদপত্র, সাংবাদিক, লেখক, স্বাধীন চিন্তাবিদ, ভাষ্যকার, পর্যবেক্ষকদের ওপর যে আক্রমণ নামিয়ে আনা হলো তার তীব্র প্রতিবাদ করছি। দিল্লি পুলিশ সরকার নির্ধারিত সিপিআই(এম)’র সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি’র বাসভবনে পৌঁছালো নিউজক্লিক-এর সঙ্গে কে যুক্ত তাদের ধরার জন্য। গত কয়েক বছর ধরে কেন্দ্রীয় সরকার নিউজ এজেন্সিগুলি সহ গোটা প্রচারমাধ্যমকে একমুখী করার চেষ্টা করছে। সরকার চায়, তারা শুধু সরকারের ঢাক পেটাবে। সাম্প্রদায়িকতা, দাঙ্গা-হাঙ্গামা বা মণিপুর, গুরগাঁও-এর ঘটনা হোক বা বুলডোজার চালানো হোক, তার বিরুদ্ধে কোনো কথা বলবে না। সরকারকে কোনো প্রশ্ন করবে না, দুর্নীতির প্রসঙ্গে কোনো মন্তব্য করবে না।
তিনি বলেন, কোনো সাংবাদিক ভিন্ন স্বরে কথা বললে তাদের প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যম থেকে, নিউজ রুম থেকে, নিউজ ডেস্ক থেকে বার করে দেওয়া হয়েছে, এমনকী প্রতিষ্ঠিত সাংবাদিককেও। নিউজক্লিকে এই ধরনের যারা স্বাধীনচেতা সংবাদ বিশ্লেষক, সাংবাদিক, তাঁদের একটা প্লাটফর্ম রয়েছে, একটা প্রতিবাদী স্বর রয়েছে। এদেশে সাধারণ খেটে খাওয়া মানুষের, কৃষকের, কৃষক আন্দোলনের, শ্রমিকের, শ্রমিক আন্দোলনের, গরিব মানুষের সাম্প্রদায়িকতা বিরোধী, ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক স্বর রয়েছে। এই স্বর ফ্যাসিজমের বিরুদ্ধে লড়ার জন্য প্রস্তুত হচ্ছে - সেই খবর এরা গোটা দুনিয়াকে জানাচ্ছেন। প্রবীর পুরকায়স্থ এবং তাঁর সঙ্গে অধ্যাপক অমিত চক্রবর্তীকে গ্রেফতার করা হয়েছে ইউএপিএ আইনে। অন্যদিকে যারা বিভিন্ন টিভি স্টুডিয়োতে বসে, সমাজ মাধ্যমে, সাম্প্রদায়িকতা, ঘৃণা ছড়াচ্ছে এমনকী সন্ত্রাসী বক্তব্য রাখছে তাদের প্রতি সরকার দয়াবান। এই সরকার ভিন্নতার স্বরের গলা টিপে ধরার জন্য গ্রেফতার হওয়া দুই সাংবাদিকের বিরুদ্ধে একাধিক সন্ত্রাসবাদ বিরোধী ধারা লাগিয়েছে। আমরা যেকোনো সংবাদ মাধ্যমের স্বাধীনতা হরণের বিরোধী। সাংবাদিকদের ওপর, স্বাধীনচেতা লেখকের উপর আক্রমণের বিরুদ্ধে যারা প্রতিবাদে সোচ্চার হয়েছেন তাঁদের ধন্যবাদ জানাচ্ছি। অবিলম্বে এই দু’জনের মুক্তির দাবি করছি। সর্বস্তরের মানুষকে এই গ্রেপ্তারির প্রতিবাদে সোচ্চার হতে বলছি।