E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৬১ বর্ষ ৯ সংখ্যা / ৬ অক্টোবর, ২০২৩ / ১৮ আশ্বিন, ১৪৩০

দিল্লিতে সুবিশাল মহিলা সমাবেশ


মহিলা বিরোধী বিজেপি সরকারকে কেন্দ্র থেকে হটাতে এবং মহিলাদের নিরাপত্তাকে সুনি‍‌শ্চিত করা, অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে এবং সাম্প্রদায়িক হানাহানি বন্ধ করা সহ বিভিন্ন দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির ডাকে ৫ অক্টোবর এই সমাবেশে দে‍‌শের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত মহিলা অংশ নেন। সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদিকা মরিয়ম ধাওয়ালে, সভানেত্রী পি কে শ্রীমতী, সহ-সভানেত্রী সুভাষিণী আলি, কণিনীকা ঘোষ প্রমুখ। মরিয়ম ধাওয়ালে বলেন, এই সরকারের সময় আনাজ নেই, রেশন নেই। সমস্ত জিনিসের দাম বেড়েছে। তাই আমরা সংসদের দরজায় আসতে বাধ্য হয়েছি। মহিলাদের জীবনে আগুন ধরিয়ে দিয়েছে এই সরকার। খুনি, অপরাধী এই সরকারের আমলে বিলকিস বানুর ধর্ষক আসামীরা পুরস্কৃত হচ্ছেন। দেশে জাত ধর্মের বিভেদ চলছে। নিউজক্লিকের ওপর হামলা হলো কেন? এর প্রতিবাদে সকলকে সোচ্চার হতে হবে।

পি শ্রীমতী বলেন, এই সরকার আগাগোড়া নারী বিরোধী। মনুবাদ এদের বুলি। মহিলাদের কোনো সমস্যার সমাধান করেনি এই সরকার। আমরা আমাদের দাবি লড়াই করে আদায় করব।

সুভাষিণী আলি বলেন, আমরা ৫ বছর আগে দিল্লি এসেছিলাম সারা দেশ থেকে। এই সরকার সংবিধানের তোয়াক্কা করে না। পরাস্ত করতে হবে এই সরকারকে।