E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৫৭ বর্ষ ৫০ ও ৫১ সংখ্যা / ৭ আগস্ট ২০২০ / ২২ শ্রাবণ ১৪২৭

প্রয়াত কমরেড শ্যামল চক্রবর্তী


কমরেড শ্যামল চক্রবর্তী প্রয়াত। কোভিড-১৯ সংক্রমিত হয়ে বেশ কয়েকদিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর ৬ আগস্ট, বৃহস্পতিবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দেশহিতৈষী’র এই সংখ্যা প্রেসে ছাপতে যাবার একটু আগে এই মর্মান্তিক দুঃসংবাদ এসেছে। তাঁর মৃত্যুতে সমগ্র পার্টি শোকাহত।

কমরেড শ্যামল চক্রবর্তীর জীবনাবসানে সিপিআই(এম) রাজ্য সম্পাদক সূর্য মিশ্র জানিয়েছেন, আমাদের পার্টির প্রবীণ নেতা কমরেড শ্যামল চক্রবর্তী’র বেলা দুটো নাগাদ জীবনাবসান হয়েছে। আজ (৬ আগস্ট) দুপুরের আগে ও পরে পরপর দুবার ওঁর হার্ট আ্যটাক হয়। প্রথম বার কিছুটা নিয়ন্ত্রণে আনার পর আর একটা আ্যটাকে সব শেষ হয়ে যায়।

যেহেতু উনি কোভিড পজিটিভ ছিলেন সেই কারণে তাঁর শেষযাত্রার কর্মসূচি পরে জানানো হবে। আমাদের সমস্ত পার্টি অফিসে পার্টি পতাকা অর্ধনমিত থাকবে।

কমরেড শ্যামল চক্রবর্তী ১৯৪৩ সালের ২২ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি বর্তমানে সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সিআইটিইউ’র সর্বভারতীয় ওয়ার্কিং কমিটির সদস্য। তিনি রাজ্যের প্রাক্তন পরিবহণ মন্ত্রী এবং রাজ্যসভার প্রাক্তন সাংসদ ছিলেন।