৫৮ বর্ষ ৩৮ সংখ্যা / ৭ মে, ২০২১ / ২৩ বৈশাখ, ১৪২৮
পাঁচ রাজ্যের নির্বাচনী ফলাফল বিজেপি’র কাছে বিরাট ধাক্কা
সিপিআই(এম) পলিট ব্যুরো
২ মে প্রচারিত এক বিবৃতিতে সিপিআই(এম) পলিট ব্যুরো কেরালায় এলডিএফ’র দুর্দান্ত জয়কে অভিনন্দন জানিয়েছে এবং বাংলার নির্বাচনী ফলাফল থেকে প্রয়োজনীয় শিক্ষা নেওয়ার জন্য পার্টি আত্মসমালোচনার ভিত্তিতে পর্যালোচনা করবে বলে জানিয়েছে। পলিট ব্যুরো মনে করে সামগ্রিকভাবে পাঁচ রাজ্যের নির্বাচনী ফলাফল বিজেপি’র কাছে বিরাট ধাক্কা।
বিবৃতিতে পলিট ব্যুরো বলেছে, কেরালায় দুর্দান্ত জয় পেয়েছে এলডিএফ। কেরালার মানুষ এলডিএফ’র উপর আবার আস্থা প্রকাশ করায় এবং পরবর্তী সরকার গড়ার জন্য এলডিএফ-কে পুনর্নির্বাচিত করায় ওই রাজ্যের মানুষকে ধন্যবাদ। চার দশকেরও বেশি সময় পরে কেরালায় ক্ষমতাসীন শক্তি পুনর্নির্বাচিত হলো। এলডিএফ শুধু পুনর্নির্বাচিতই হয়নি, গত বিধানসভা নির্বাচনের থেকেও ভালো ফল করেছে। ক্ষমতাসীন সরকারের কাজকর্ম বিচার করেই কেরালার মানুষ ভোট দিয়েছেন। বিদায়ী এলডিএফ সরকারের বিকল্প নীতি, পরপর প্রাকৃতিক বিপর্যয় ও মহামারীর সঙ্গে লড়াইয়ে ওই সরকারের তৎপরতা, রাজ্যের জনগণের জন্য কল্যাণমুখী পদক্ষেপ এবং কেরালার সমাজের ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক ও সম্প্রীতির চরিত্রকে রক্ষা করার জন্য সরকারের ভূমিকার ভিত্তিতেই এই রায়।
পশ্চিমবঙ্গের ফলাফল প্রসঙ্গে পলিট ব্যুরোর বিবৃতিতে বলা হয়েছে, বিপুল অর্থবল ও নানা কারসাজি সত্ত্বেও বিজেপি ওই রাজ্যে বিরাট ধাক্কা খেয়েছে। বাংলার মানুষ অত্যন্ত স্পষ্টভাবে সাম্প্রদায়িক মেরুকরণের মতাদর্শকে প্রত্যাখ্যান করেছেন। তবে সেখানে সংযুক্ত মোর্চা এবং বামপন্থীদের ফলাফল খুবই হতাশাজনক। বিজেপি-কে পরাস্ত করতে চেয়েছেন মানুষ, যার পরিণতিতে তীব্র মেরুকরণ ঘটেছে এবং তাতে সংযুক্ত মোর্চা কোণঠাসা হয়ে পড়েছে। এই রায় থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন রয়েছে এবং তার জন্য পার্টি আত্মসমালোচনার ভিত্তিতে ফলাফল পর্যালোচনা করবে।
পলিট ব্যুরো আসামের ফলাফল সম্পর্কে বলেছে, বিজেপি ওই রাজ্যে সরকার ধরে রাখতে পারলেও মহাজোট ভালো লড়াই করেছে। তামিলনাডুর প্রসঙ্গে পলিট ব্যুরো বলেছে, ওই রাজ্যে ডিএমকে’র নেতৃত্বাধীন জোট তাৎপর্যপূর্ণ জয় পেয়েছে। তামিলনাডুর মানুষ যেমন ক্ষমতাসীন এডিএমকে সরকারের বিরুদ্ধে রায় দিয়েছেন, তেমনই এডিএমকে-বিজেপি জোটকে তাঁরা প্রত্যাখ্যান করেছেন। পুদুচেরির ফলাফল সম্পর্কে পলিট ব্যুরো বলেছে, ওই রাজ্যে এনআর কংগ্রেস তার শরিকদের নিয়ে সংখ্যাগরিষ্ঠতার পথে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, সামগ্রিকভাবে এই সব ফলাফলে বিজেপি বিরাট ধাক্কা খেয়েছে। ভোটে জিততে বিজেপি সাম্প্রদায়িক মনোভাব তৈরি করার জন্য সবকরম চেষ্টা চালিয়েছে, বিপুল পরিমাণ অর্থ খরচ করেছে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ও নির্বাচনের কাঠামোয় কারসাজি করেছে। এসব সত্ত্বেও মানুষের সমর্থন পেতে বিজেপি ব্যর্থ হয়েছে। পাঁচ রাজ্যের এই ফলাফল ভারতীয় যুক্তরাষ্ট্রের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক চরিত্র রক্ষা এবং দেশের মানুষের জীবনযাত্রাকে উন্নত করার লড়াই ও জনগণের আন্দোলনকে নিশ্চিতভাবেই আরও শক্তিশালী করবে।