৫৮ বর্ষ ৩৮ সংখ্যা / ৭ মে, ২০২১ / ২৩ বৈশাখ, ১৪২৮
করোনা আবহে সুরক্ষা বিধি মেনে মর্যাদার সঙ্গে পালিত মে দিবস
নিজস্ব সংবাদদাতাঃ করোনার ভয়াবহ সংক্রমণের আবহে সুরক্ষা বিধি মেনেই রাজ্যের সর্বত্র যথাযথ মর্যাদায় ঐতিহাসিক মে দিবস পালিত হয়েছে। ১ মে সিআইটিইউ এবং সিপিআই(এম)’র উদ্যোগে জেলায় জেলায় রক্ত পতাকা উত্তোলন ও শহিদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে দিনটি উদ্যাপিত হয়েছে। এদিন রাজ্যের বিভিন্ন স্থানে আন্তর্জাতি শ্রমিক দিবস পালনের পাশাপাশি করোনা নিয়ে সচেতনতামূলক প্রচার এবং জনসাধারণের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বিলি করা হয়।
এদিন রাজ্যের গ্রাম ও শহরাঞ্চলে স্বাস্থ্যবিধি মেনে আড়ম্বরহীনভাবে দিনটি পালিত হওয়ার পাশাপাশি কলকাতাতেও এই দিনটি মর্যাদার সঙ্গেই পালিত হয়েছে। এদিন শ্রমিক ভবনে শহিদ বেদিতে মাল্যদান করেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, সিআইটিইউ’র সর্বভারতীয় সাধারণ সম্পাদক তপন সেন, সংগঠনের পশ্চিমবঙ্গ কমিটির সভাপতি সুভাষ মুখার্জি, সাধারণ সম্পাদক অনাদি সাহু সহ প্রশান্ত নন্দী চৌধুরী, দীপক দাশগুপ্ত প্রমুখ। শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি মে দিবস উপলক্ষে আলোচনা সংগঠিত হয়। করোনা পরিস্থিতির জন্য স্বাস্থ্যবিধি মেনে ফেসবুক লাইভের মাধ্যমে এই আলোচনা হয়েছে। আলোচনায় অংশ নেন তপন সেন, সুভাষ মুখার্জি, অনাদি সাহু।
এই আলোচনাসভায় তপন সেন বলেন, পুঁজিবাদী ব্যবস্থার মোদ্দা লক্ষ্য মুনাফা লোটা। বর্তমান সময়ে পুঁজিপতি, কর্পোরেটদের সঙ্গে যোগসাজশ করে সব ক্ষেত্রে বেসরকারিকরণের মধ্য দিয়ে তাদের মুনাফা লোটার ব্যবস্থাকে আরও সুগম করার ষড়যন্ত্র একযোগে চালাচ্ছে কেন্দ্র ও রাজ্য সরকার। অতিমারীর আবহে জনস্বাস্থ্য ব্যবস্থাকেও পুঁজিবাদের আগ্রাসনের দিকে ঠেলে মানুষকে গভীর সঙ্কটে ফেলা হচ্ছে।
তিনি বলেছেন, ১৮৮৬ সালে পুঁজিবাদী মুনাফার জাঁতাকলে পড়ে শোষিত বঞ্চিত শ্রমজীবী মানুষ অধিকার আদায়ের যে দুর্দমনীয় লড়াই করেছেন, তা স্মরণে রেখে বর্তমান সময়ে শ্রমজীবী মানুষের অধিকার কেড়ে নেওয়ার লড়াইকে জোরালো করে আমাদের এগিয়ে যেতে হবে। অতিমারীর আবহে বিপন্ন শ্রমজীবী মানুষের অধিকারহরণে পুঁজিবাদ যে বর্বর চেহারায় অবতীর্ণ হয়েছে, তার বিরুদ্ধে শ্রমজীবী মানুষের ঐক্যবদ্ধ লড়াই বর্তমান সময়ের আশু কাজ।
এদিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, নদীয়া, বাঁকুড়া, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায় মর্যাদার সঙ্গে দিনটি পালিত হয়েছে। এই সমস্ত জেলায় সিপিআই(এম) এবং সিআইটিইউ’র উদ্যোগে রক্তপতাকা উত্তোলন ও শহিদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে দিনটি উদ্যাপিত হয়েছে। বিভিন্ন জেলায় সুরক্ষা সরঞ্জাম বিলি, রক্তদান শিবির, আলোচনাসভা ইত্যাদি অনুষ্ঠিত হয়েছে।
১ মে এক বিবৃতিতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দেশে শ্রমিক-কৃষকবিরোধী ভয়ঙ্কর ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে শ্রমজীবী জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের শপথ নিয়েছে।