E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৫৮ বর্ষ ৩৮ সংখ্যা / ৭ মে, ২০২১ / ২৩ বৈশাখ, ১৪২৮

কমরেড জয়ন্ত রায়ের জীবনাবসান


প্রবীণ ফরওয়ার্ড ব্লক নেতা ও প্রাক্তন সাংসদ কমরেড জয়ন্ত রায়ের জীবনাবসান হয়েছে। ৩০ এপ্রিল শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভরতি করা হয়েছিল। ১ মে, শনিবার বিকাল ৩টে নাগাদ তিনি সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল ৭৭ বছর।

কমরেড জয়ন্ত রায়ের জন্ম অবিভক্ত বর্ধমান জেলার পরশুড়িতে। বাঁকুড়া খ্রিস্টান কলেজ থেকে তিনি রসায়নে স্নাতক হন। নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি মুর্শিদাবাদ জেলায় ফরওয়ার্ড ব্লকে যোগদান করেন। ফরওয়ার্ড ব্লকের কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্যও হয়েছিলেন তিনি। কমরেড জয়ন্ত রায় আমৃত্যু বাম ও গণতান্ত্রিক আন্দোলনে যুক্ত ছিলেন। তিনি ১৯৯৪ থেকে ২০০০ সাল পর্যন্ত রাজ্যসভার সাংসদ ছিলেন, পালন করেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

কমরেড জয়ন্ত রায়ের জীবনাবসানে গভীর শোক প্রকাশ করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও ফরওয়ার্ড ব্লকের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস। ১ মে কলকাতায় ফরওয়ার্ড ব্লকের রাজ্য দপ্তর হেমন্ত বসু ভবনে মরদেহ নিয়ে আসা হলে সেখানে পার্টির বাংলা কমিটির সাধারণ সম্পাদক নরেন চট্টোপাধ্যায় এবং কলকাতা জেলার নেতৃবৃন্দ মালা দিয়ে শ্রদ্ধা জানান। এরপর মুর্শিদাবাদে মরদেহ নিয়ে যাওয়া হলে শ্রদ্ধা নিবেদনের পর সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।