E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৫৯ বর্ষ ৪৭ সংখ্যা / ৮ জুলাই, ২০২২ / ২৩ আষাঢ়, ১৪২৯

কমরেড জ্যোতি বসুর ১০৯তম জন্মদিবসে তাঁর নামাঙ্কিত গবেষণা কেন্দ্র নির্মাণের সূচনা


নিজস্ব প্রতিনিধিঃ বিশিষ্ট কমিউনিস্ট নেতা কমরেড জ্যোতি বসু’র ১০৯তম জন্মদিন উপলক্ষ্যে ৮ জুলাই জ্যোতি বসু কেন্দ্র নির্মাণের সূচনা হচ্ছে। এই উপলক্ষ্যে নানা কর্মসূচিও অনুষ্ঠিত হচ্ছে। জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ-এর উদ্যোগে এই কর্মসূচি গ্রহণ করা হয়। জ্যোতি বসু নগরের (নিউ টাউন) প্লট নং-AA-IIA/1-এ জ্যোতি বসু কেন্দ্র নির্মাণের সূচনা অনুষ্ঠান হতে চলেছে এদিন।

প্রসঙ্গত, ২০১০ সালের ১ নভেম্বর সিপিআই(এম) রাজ্য কমিটি কমরেড জ্যোতি বসুর স্মৃতিতে একটি ট্রাস্ট গঠনের সিদ্ধান্ত নেয়। ৯ নভেম্বর ৯ জন সদস্য নিয়ে জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ নামে একটি ট্রাস্ট গঠন করা হয়। এই সেন্টারের কাজকর্ম পরিচালনার জন্য শুরু থেকেই নিজস্ব ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এই ট্রাস্ট গঠনের পরই জ্যোতি বসু নগরে (নিউ টাউন) জমি কিনতে চেয়ে হিডকোর কাছে আবেদন জানানো হয়। ২০১১ সালের জানুয়ারি মাসে হিডকো ৫ একর জমি AA-IIA/1 প্লটটি ‘জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ’-এর নামে বরাদ্দ করে। ২০২১ সালের ৮ জুলাই কমরেড জ্যোতি বসুর ১০৮তম জন্মদিবসে এই জমিতে সেন্টারের নামে সাইনবোর্ড লাগানো হয়। বৃক্ষরোপণ করেন বিমান বসু, সূর্য মিশ্র, মহম্মদ সেলিম-সহ ট্রাস্টের কর্মকর্তারা। সেন্টারের উদ্যোগে রবিতীর্থের সভাঘরে ‘সংস্কৃতির পুনরুজ্জীবন’ শীর্ষক স্মারক বক্তৃতা দেন শমীক বন্দ্যোপাধ্যায়। জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের নিজস্ব ভবনে উপযুক্ত পরিকাঠামো সহ অডিটোরিয়াম, কনফারেন্স হল (সভা কক্ষ), সেমিনার হল, মুক্ত অঙ্গন, আর্কাইভস, প্রদর্শনী কক্ষ, গ্রন্থাগার, অতিথিশালা, তথ্যপ্রযুক্তি চর্চা, স্বাস্থ্য ও পরিবেশ সচেতনতা কেন্দ্র, মিউজিয়াম এবং পরিবেশ সচেতনতার ক্ষেত্র নির্মাণের পরিকল্পনা রয়েছে।

৮ জুলাই জ্যোতি বসু কেন্দ্র নির্মাণের সূচনা সহ চারা গাছ বিতরণের কর্মসূচি রয়েছে।

এদিন প্রমোদ দাশগুপ্ত ভবনের প্রেক্ষাগৃহে ‘জ্যোতি বসু স্মারক বক্তৃতা’ দিচ্ছেন সীতারাম ইয়েচুরি। প্রারম্ভিক বক্তৃতা দিচ্ছেন পার্টির রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, সভাপতি বিমান বসু।

জ্যোতি বসু সেন্টারের ভবন নির্মাণের জন্য দলমত নির্বিশেষে সমাজের সর্বস্তরের মানুষের কাছে সাধ্যমতো অর্থ ও নির্মাণ সামগ্রী প্রদানের আবেদন জানানো হয়েছে। ‘জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ’-কে সাধারণ মানুষের প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। তাই সাধারণ মানুষের সাহায্যই এই প্রতিষ্ঠানের প্রধান সম্পদ বলে মনে করে ট্রাস্ট।

এই ভবন নির্মাণকে কেন্দ্র করে ৬ জুলাই ভিআইপি রোড ও নিউ টাউনের প্রবেশ পথের সংযোগস্থলে চিনার পার্কে এবং রাজারহাট চৌমাথা অঞ্চলে আনুষ্ঠানিকভাবে অর্থসংগ্রহ কর্মসূচির সূচনা হয়। অর্থসংগ্রহ করেন বিমান বসু, প্রকল্প কমিটির সম্পাদক রবীন দেব, সিপিআই(এম) উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এখানে নেতৃবৃন্দ জানান, সাধারণ মানুষের কাছ থেকে সংগৃহীত অর্থেই জ্যোতি বসু কেন্দ্রের ভবন নির্মীত হবে এবং এই গবেষণা কেন্দ্রটি সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।