E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৫৯ বর্ষ ৪৭ সংখ্যা / ৮ জুলাই, ২০২২ / ২৩ আষাঢ়, ১৪২৯

ফরাক্কা নিয়ে প্রতিবাদের ডাক দিল সিপিআই(এম)


জমি দখলের বিরুদ্ধে আন্দোলনরত যুবক পুলিশি নির্যাতনের শিকার।

নিজস্ব প্রতিনিধিঃ ফরাক্কায় আদানি গোষ্ঠীর জন্য জোর করে জমি দখল ও কৃষকদের ওপরে পুলিশি নির্যাতনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানালো সিপিআই(এম)। ৫ জুলাই পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভা থেকে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, মুর্শিদাবাদ জেলার ফরাক্কা ব্লকের ইমামনগর, নয়নসুখ, বেনিয়া গ্রাম অঞ্চলের কৃষিজমির ওপর দিয়ে আদানি গোষ্ঠীর বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের জন্য হাইটেনশন লাইন নিয়ে যাওয়া হচ্ছে। জমি অধিগ্রহণের কোনও নিয়ম না মেনে, কোনও নোটিস না পাঠিয়ে, গ্রামবাসীদের সঙ্গে আলোচনা না করেই এই কাজ করা হয়েছে। পুলিশ, প্রশাসন, তৃণমূলের নেতারা চাপ সৃষ্টি করে গ্রামবাসীদের কাছ থেকে জমি নিয়ে আদানি গোষ্ঠীকে দিচ্ছে। ব্যাপক সংখ্যায় গাছ কেটে দেওয়া হচ্ছে। অনিচ্ছুক কৃষকদের একাংশ হাইকোর্টে মামলা করার পরেও তাঁদের ওপর চাপ তৈরি করা হচ্ছে। প্রতিবাদ করায় পুলিশের নির্যাতনের মুখেও পড়তে হয়েছে। সিপিআই(এম)’র পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি এভাবে জমি দখলের তীব্র প্রতিবাদ করছে। সমস্ত অংশের গ্রামবাসীদের নিয়ে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানাচ্ছে।