E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৫৯ বর্ষ ৪৭ সংখ্যা / ৮ জুলাই, ২০২২ / ২৩ আষাঢ়, ১৪২৯

দেশব্যাপী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করল সংযুক্ত কিষান মোর্চা


এই মাসের শেষ সপ্তাহ থেকেই দেশজুড়ে আন্দোলনের ডাক দিল সংযুক্ত কিষান মোর্চা। কেন্দ্রীয় সরকারের বিশ্বাস ঘাতকতার বিরুদ্ধে চাক্কা জ্যাম থেকে গণ ধরনার মতো বিভিন্ন কর্মসূচি জেলা এবং রাজ্যস্তরে গুরুত্বের সঙ্গে পালন করার ওপর জোর দেওয়া হয়েছে এসকেএম’র জাতীয় সভা থেকে। ৩ জুলাই গাজিয়াবাদে সংযুক্ত কিষান মোর্চার জাতীয় সভা আয়োজিত হয়। ওই সভা থেকে বিভিন্ন ইস্যুতে লড়াই আন্দোলনের দেশজোড়া গুরুত্বপূর্ণ কর্মসুচি ঘোষিত হয়েছে। ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি নিশ্চয়তা সহ অন্যান্য বকেয়া দাবি পূরণের জন্য দেশের ৫০০টি জেলায় কেন্দ্রবিরোধী ‘বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে প্রতিবাদ দিবস’ পালনের ডাক দেওয়া হয়েছে। এর পাশাপাশি বিভিন্ন রাজ্যে কৃষক নিপীড়ন, গণতান্ত্রিক আন্দোলনের কর্মীদের হয়রানি, গ্রেপ্তার এবং সাংবাদিকদের গ্রেপ্তারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে কৃষক নেতা দর্শন পাল, হান্নান মোল্লা, যোগিন্দর সিং উগ্রাহান, যুধবীর সিং এবং যোগেন্দ্র যাদবের সই করা প্রেস বিবৃতি প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে প্রকাশিত কর্মসুচি সমূহ -

● সংযুক্ত কিষান মোর্চা ন্যূনতম সহায়ক মূল্যের আইনি নিশ্চয়তা (এমএসপি) এবং অন্যান্য বকেয়া দাবি পূরণের জন্য দেশের ৫০০টি জেলায় ‘‘বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে প্রতিবাদ’’ সংগঠিত করবে।
● কৃষকদের আন্দোলনের অমীমাংসিত দাবিতে আগামী ৩১ জুলাই সারাদেশে চাক্কা জ্যাম পালিত হবে।
● অগ্নিপথ প্রকল্পের পর্দাফাঁস করতে, সংযুক্ত কিষান মোর্চা ৭ থেকে ১৪ আগস্ট পর্যন্ত সারা দেশে ‘‘জয় জওয়ান, জয় কিষান’’ সম্মেলন আয়োজন করবে।
● স্বাধীনতার ৭৫তম বার্ষিকীতে, অজয় মিশ্র টেনিকে বরখাস্ত করার দাবিতে ১৮, ১৯, ২০ আগস্ট লখিমপুর খেরিতে ৭৫ ঘণ্টার গণধরনা অনুষ্ঠিত হবে।
● পাঞ্জাব নির্বাচনের সময় এসকেএম (সংযুক্ত কিষান মোর্চা) থেকে সাসপেন্ড হওয়া অধিকাংশ কৃষক সংগঠনকে মোর্চায় ফিরিয়ে নেওয়া হয়েছে।
● কৃষক ও মানবাধিকার কর্মীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান নিপীড়নের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গৃহীত হয়েছে।
● তিস্তা শীতলবাদ ও মহম্মদ জুবেইরের গ্রেফতারের প্রতিবাদ করা হয়।
● ৩ জুলাই গাজিয়াবাদের সংযুক্ত কিষান মোর্চার সাথে যুক্ত সমস্ত কৃষক সংগঠনের প্রতিনিধিদের ওই জাতীয় সভায় কৃষকদের আন্দোলনের বিষয়ে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংযুক্ত কিষান মোর্চা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেছে যে, ৯ ডিসেম্বর, ২০২১-এ মোর্চা তুলে নেওয়ার সময় কৃষকদের দেওয়া লিখিত প্রতিশ্রুতি তারা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। প্রতিশ্রুতি মতো এমএসপি কমিটি গঠন করা এবং আন্দোলনের সময় কৃষকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলাসমুহ প্রত্যাহার করা - দু’টির কোনোটিই করা হয়নি। সরকার বিদ্যুৎ বিল সংসদে আনার চেষ্টা করছে। সরকার কৃষকদের সবচেয়ে বড়ো দাবি, ন্যূনতম সহায়ক মূল্যের আইনি নিশ্চয়তা এমনকি বিবেচনা করতেও প্রস্তুত নয়।

সরকারের এই বিশ্বাসঘাতকতার প্রতিবাদে, সারাদেশে ১৮ জুলাই সংসদের বর্ষাকালীন অধিবেশনের শুরু থেকে ৩১ জুলাই, শহিদ উধম সিং এর শাহাদাত দিবস পর্যন্ত জেলা পর্যায়ে “বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে প্রতিবাদ” জনসভার আয়োজন করা হবে। এই প্রচারাভিযানের শেষে, ৩১ জুলাই, সর্দার উধম সিং-এর শাহাদত দিবসে, সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সারা দেশের সমস্ত প্রধান সড়কে চাক্কা জ্যাম কর্মসুচি পালন করা হবে। এই কর্মসূচির দ্বারা সাধারণ জনগণ যাতে অসুবিধার সম্মুখীন না হন সেবিষয়ে যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে।

বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয় যে, দেশবিরোধী, যুব-বিরোধী এবং কৃষক বিরোধী অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে কৃষক সংগঠনগুলি বেকার যুবক এবং প্রাক্তন সেনাদের সংগঠিত করবে। ৭ থেকে ১৪ আগস্ট পর্যন্ত অগ্নিপথ প্রকল্পটির পর্দা ফাঁস করার জন্য, ‘‘জয় জওয়ান, জয় কিষান’’ সম্মেলনের আয়োজন করা হবে সারা দেশজুড়ে। যেখানে প্রাক্তন সৈনিক এবং বেকার যুবকদেরও আমন্ত্রণ জানানো হবে।

লখিমপুর খেরি হত্যাকাণ্ডের ১০ মাস পরেও কেন্দ্রীয় মন্ত্রিসভায় অজয় মিশ্র টেনির স্বপদে বহাল থাকা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতি একটি নিষ্ঠুর পরিহাস। শুরু থেকেই সংযুক্ত কিষান মোর্চা কৃষকদের ন্যায়বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ, এবং ক্ষতিগ্রস্তদের পরিবারকে আইনি ও অন্যান্য সহায়তা দিয়ে আসছে। এই ইস্যুটি জোরালোভাবে উত্থাপন করার জন্য, স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে, সংযুক্ত কিষান মোর্চা ১৮, ১৯, ২০ আগস্ট লখিমপুর খেরিতে ৭৫ ঘণ্টার গণধরনার আয়োজন করবে, যেখানে সারা দেশের কৃষক নেতা-কর্মীরা অংশগ্রহণ করবেন।

এই বৈঠকে কৃষকদের ওপর এবং মানবাধিকার আন্দোলনের ওপর ক্রমবর্ধমান নিপীড়নের বিরুদ্ধে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সংযুক্ত কিষান মোর্চা উত্তরপ্রদেশের এলাহাবাদে কৃষক নেতা আশিস মিত্তালের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া, বাংলার ফরাক্কায় আদানির হাই-ভোল্টেজ তারের বিদ্যুৎ লাইন স্থাপনের বিরুদ্ধে প্রতিবাদকারী কৃষকদের উপর লাঠিচার্জ এবং ছত্তিশগড়ে প্রতিবাদী কৃষকদের দমন-পীড়নের নিন্দা করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, তিস্তা শীতলবাদ, আর বি শ্রীকুমার, এবং মহম্মদ জুবেইর-এর মতো সমাজকর্মী ও সাংবাদিকদের গ্রেপ্তার সারা দেশে গণতান্ত্রিক অধিকারের উপর ক্রমবর্ধমান দমন-পীড়নের ইঙ্গিত দিচ্ছে। এই গণতান্ত্রিক সংগ্রামে এই সমস্ত কর্মী ও সংগঠনের প্রতি সংহতি জানিয়েছে সংযুক্ত কিষান মোর্চা।

সংযুক্ত কিষান মোর্চার এদিনের বৈঠকে দেশের ১৫টি রাজ্য থেকে প্রায় ২০০ জন প্রতিনিধি অংশ নেন। পাঞ্জাব নির্বাচনের ইস্যুতে, সম্মিলিত কিষান মোর্চা থেকে নিলম্বিত করা ১৬টি সংগঠনকে মোর্চায় পুনরায় যুক্ত করা হয়েছে। এই বৈঠকে, চন্দ্রশেখর কোডিহাল্লির নেতৃত্বে ‘‘কর্নাটক রাজ্য রাইথা সংঘ’’-কে সংযুক্ত কিষান মোর্চা থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংযুক্ত কিষান মোর্চা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বিবৃতিতে বলেছে যে, এর দরজা দেশের সকল কৃষক ও কৃষক সংগঠনের জন্য সর্বদা উন্মুক্ত থাকবে এবং এই অত্যাচারী সরকারের বিরুদ্ধে কৃষকদের সংগ্রাম আরও তীব্র ও শক্তিশালী হবে।