E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৬১ বর্ষ ৫ সংখ্যা / ৮ সেপ্টেম্বর, ২০২৩ / ২১ ভাদ্র, ১৪৩০

ত্রিপুরায় ভোট গণনা বয়কট বামফ্রন্টের

গণতন্ত্র হত্যাঃ পলিট ব্যুরো


সিপিআই(এম) পলিট ব্যুরোর এক বিবৃতিতে লুটের ভোটের পরিস্থিতি তুলে ধরা হয়। বিবৃতিতে বলা হয়েছে, ৫ সেপ্টেম্বর বক্সনগর এবং ধনপুর কেন্দ্রের উপনির্বাচন রাজ্যের বিজেপি সরকারের তত্ত্বাবধানে সম্পূর্ণ কারচুপি করা হয়েছে। একটি অস্বাভাবিক সন্ত্রাসের পরিস্থিতি তৈরি করা হয়।

সিপিআই(এম)’র পোলিং এজেন্টদের শারীরিকভাবে বাধা দেওয়া হয় এবং তাদের কাজ করতে দেওয়া হয়নি। সিপিআই(এম)’র মাত্র ১৬ জন পোলিং এজেন্ট বক্সনগরে এবং ১৯ জন পোলিং এজেন্ট ধনপুর কেন্দ্রে নিজেদের বুথে পৌঁছতে পেরেছিল। কিন্তু তাঁদেরও অতিদ্রুত শারীরিকভাবে সন্ত্রস্ত করা হয়, ভয় দেখানো হয় এবং তাড়িয়ে দেওয়া হয় বুথ থেকে।

গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই উপনির্বাচন একটি প্রহসন, বিবৃতিতে বলেছে পলিট ব্যুরো।

নির্বাচন কমিশনের কাছে পলিট ব্যুরো দাবি করেছে এই দুই কেন্দ্রের উপনির্বাচন বাতিল করে কঠোরতম নিরাপত্তা ব্যবস্থা করে ফের ভোটগ্রহণের জন্য। যে সমস্ত আধিকারিক নির্বাচন কমিশনের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের নির্দেশকে অগ্রাহ্য করেছেন, তাদের নতুন নির্বাচনে দায়িত্ব দেওয়া যাবে না। যারা এইধরনের সন্ত্রাস তৈরি করেছে তাদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে, দাবি জানিয়েছে পলিট ব্যুরো।